Sunday, September 8, 2024
Homeদক্ষিণবঙ্গBig Breaking : বড়সড় দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয় !

Big Breaking : বড়সড় দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয় !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

 

মারিশদা, পূর্ব মেদিনীপুর  :  একাধিক রথের রশিতে টান দিতে শুক্রবার দুপুর নাগাদ কাঁথির শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে তমলুকের উদ্দেশ্যে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। এদিন বেলা ২টো নাগাদ ১১৬বি জাতীয় সড়কের মারিশদা থানা এলাকার পেট্রোল পাম্পের কাছে কনভয়ের প্রথমে থাকা গাড়িটি একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এর জেরে পাইলট কারের চালক সহ কয়েকজন সুরক্ষা কর্মী অল্পবিস্তর জখম হন। তবে দুটি গাড়ির পরে থাকা শুভেন্দু অধিকারীর গাড়িটি সুরক্ষিতই থেকেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

এই দুর্ঘটনার জেরে পাইলট কারের সামনে থাকা গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে ছুটে যায় মারিশদা থানার বিশাল পুলিস বাহিনী। এর জেরে বেশ কিছুটা সময় আটকে পড়েন শুভেন্দু অধিকারী। পরে দুর্ঘটনাগ্রস্ত পাইলট গাড়িটিকে রাস্তার পাশে রেখেই নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যান শুভেন্দু। ইতিমধ্যে মারিশদা থানার পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও তার চালক আগেই গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। কিকারনে এই ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

শুভেন্দুর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গেছে, আজ জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে একাধিক জায়গার রশিতে টান দিয়ে উৎসবে সামিল হওয়ার কথা ছিল শুভেন্দুর। প্রথমে তিনি তমলুক, পরে কলকাতা ঘুরে আবারও বিকেলে মেছেদায় ইস্কনের রথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতোই বেলা ১.৩০টা নাগাদ কাঁথি থেকে বেরিয়ে পড়েন শুভেন্দু। কিন্তু পথে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা পাওয়া শুভেন্দুর কনভয়ের সামনে কিভাবে ট্রাক চলে এল তা নিয়েই শোরগোল তুলেছেন বিজেপি নেতৃত্বরা।  বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা এই ঘটনার পেছনে বড়সড় চক্রান্ত রয়েছে বলে সংবাদ মাধ্যমে দাবী জানিয়েছেন। শঙ্কুর মতে, “শুভেন্দু রাজ্যের যেখানেই যাবেন সেই যাত্রাপথ সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তারপরেও শুভেন্দুর কনভয়ের সামনে ট্রাক ঢুকে পড়া অত্যন্ত বেদনাদায়ক”। শঙ্কুর আরও দাবী, “শুভেন্দুকে এভাবেই মেরে ফেলার পর সেটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এই কারনে গোটা ঘটনার তদন্ত হওয়া দরকার” বলে জানিয়েছেন তিনি।

যদিও মারিশদা থানা সূত্রে দাবী, কনভয়ের গাড়িগুলি যাওয়ার পথে আচমকাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়েছে। এই ঘটনার পরেই ট্রাকের চালক গাড়ি ফেলে পালিয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করার পাশাপাশি কিভাবে গোটা ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে শুভেন্দু অধিকারী অক্ষত রয়েছেন বলেই পুলিশ সূত্রে জানানো হয়েছে।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে. জানিয়েছেন, “শুভেন্দু অধিকারীর কনভয়টি দ্রুত গতিতে তমলুকের দিকে যাওয়ার সময়ই দিঘা থেকে কলকাতা গামী একটি বাস পেট্রল পাম্পে ঢোকার চেষ্টা করছিল। কনভয়টি সেই বাসটিকে ওভারটেক করার পরেই সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। এরপরেই কনভয়ের জওয়ানরা নেমে গিয়ে বাসের চালককে বেধড়ক মারধর করে। এই ঘটনায় বাসের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

 

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments