Newzbangla Desk : প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপে এক সাইকেল আরোহীকে নৃশংস ভাবে খুন করল এক ব্যক্তি। শুক্রবার দুপুর নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের কান্ডপসরা গ্রামে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতকে উদ্ধার করে (Nandigram Crim) নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম স্বপন মাইতি (৪৭)। তিনি নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের পাথুরিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন মাইতি পেশায় ইলেক্ট্রিশিয়ান। এদিন বেলা ১২টা নাগাদ কাজ সেরে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন স্বপন। সেই সময় স্থানীয় কান্ডপসরা গ্রামের বাসিন্দা নিতাই দাস নামের এক ব্যক্তি আচমকাই একটি ধারালো অস্ত্র নিয়ে স্বপনের ওপর হামলা চালায়। ঘাতক ব্যক্তি ওই ধারালো অস্ত্র নিয়ে স্বপনের মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্ত।
এরপরেই স্থানীয় বাসিন্দারা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। এই ঘটনার খবর পেয়েই নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় ছুটে যায়। হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারীক থেকে নন্দীগ্রাম থানার আইসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। লিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
মৃতের ভাইপো সুজিত মাইতি জানান, “আজ আমার কাকু কাজ সেরে বাড়ি ফিরছিলেন। কোনও অজ্ঞাত কারনে ওই ঘাতক ব্যক্তি কাকুর ওপর প্রাণঘাতি হামলা চালায়। এর জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। কি কারনে এই ঘটনা তা আমাদের জানা নেই। কাকুকে আর ফিরে পাব না, তবে অভিযুক্ত ব্যক্তির যাতে কঠোর শাস্তি হয় আমরা সেই দাবীই জানাচ্ছি”।