HomeNational NewsAdani Group : আদানিদের ৪৫৮৫৫ কোটি টাকার ঋণ মকুব করল একাধিক রাষ্ট্রায়ত্ত...

Adani Group : আদানিদের ৪৫৮৫৫ কোটি টাকার ঋণ মকুব করল একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, উল্টে ৫ বছরে সাধারণ ঋণ খেলাপিদের থেকে জরিমানা আদায় ৮৫০০ কোটি !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

NewzBangla Desk : ঋণ খেলাপি ১০টি সংস্থা টাকা দিতে না পারায় দেউলিয়া আদালতে গিয়ে প্রায় ৪৫ হাজার কোটি টাকারও বেশী মকুবের সুবিধে পেয়েছে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাছে। আর এই সংস্থাগুলিকেই কম দামে কিনেছিল গৌতম আদানি গোষ্ঠী (Adani Group)। এই অবস্থায় রফার তথ্য তুলে ধরে প্রতিবাদে সরব হয়েছে ব্যাঙ্কের কর্মী ইউনিয়নগুলি। বিষয়টি নিয়ে কেন্দ্রকে বিঁধেছে বিরোধী শিবিরও।

সূত্রের খবর, বকেয়া ঋণের সমস্যা মেটাতে সংস্থা দেউলিয়া আদালতে যাওয়ার পরে তাদের ঋণদাতাদের নিয়ে গঠিত হয় ক্রেডিটর্স কমিটি। কেউ দেউলিয়া সংস্থা কিনতে চাইলে তারা যে দর হাঁকে, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয় ওই কমিটি। দাম বাবদ যে টাকা মেলে, তাতে অধিকাংশ ক্ষেত্রেই পুরো বকেয়া মেটে না। যে টাকা ঋণদাতা ব্যাঙ্ক বা আর্থিক সংস্থাকে ছাড়তে হয়, তাকেই বলা হয় হেয়ারকাট।

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে দাবী, এক্ষেত্রে দেউলিয়া আদালতে থাকা ১০টি সংস্থার ৬১,৮৩২ কোটি টাকার বকেয়া ঋণ মাত্র ১৫,৯৭৭ কোটিতে রফা করেছে ঋণদাতা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। আর ‘হেয়ারকাট’ পদ্ধতিতে এই কোম্পানিগুলিকেই কম টাকায় কিনেছে গৌতম আদানী গোষ্ঠী।

এরফলে আদানী গোষ্ঠী যে ৪৫৮৫৫ কোটি টাকা মকুবের সুবিধে পেয়েছে তা নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স-এ  লিখেছেন, প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র আদানি ওই সব সংস্থাকে হাতে নেওয়ায় ব্যাঙ্কগুলিকে অত কম টাকা নিতে বাধ্য করা হয়েছে।

আরও পড়ুন : এই মুহূর্তে হলদিয়া শিল্পাঞ্চলে ১০৭টি শূন্যপদে নিয়োগ হচ্ছে, আবেদন করতে হবে দ্রুত !

নানা সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি প্রকাশ্যে এনে ক্ষোভ প্রকাশ করেছে ব্যাঙ্ক কর্মীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশন (এআইবিইএ)। প্রতিবাদে নেমে তাদের অভিযোগ, আদানিদের সুবিধা পাইয়ে দিতে অত কম টাকায় বকেয়া ঋণের ফয়সালা করেছে ব্যাঙ্কগুলি। ক্ষতি হয়েছে সাধারণ আমানতকারীদের। লাভ গুনেছেন শাসক ঘনিষ্ঠ পুঁজিপতি।

আরও পড়ুন : পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে স্কুলগুলিতে বসছে ‘মনের কথা বাক্স’, ছাত্রছাত্রীদের অভিযোগ সরাসরি পৌঁছে যাবে পুলিশের হাতে !

এআইবিইএ-র সভাপতি রাজেন নাগর বলেন, “মোদী সরকার যে সম্ভাব্য সব উপায়ে আদানিদের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে, তা স্পষ্ট। এর জন্য দেউলিয়া আইনকেও ব্যবহার করতে ছাড়েনি। অত কম টাকায় বকেয়া ঋণের রফা করে আদানিদের সংস্থাগুলির লাভের পথ চওড়া করা হয়েছে। লোকসান গুনতে বাধ্য করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে।’’

আরও পড়ুন : আরজিকর থেকে শিক্ষা নিয়ে পূর্ব মেদিনীপুরে চালু হল মহিলা সুরক্ষা নম্বর, সাহায্য পাবেন দিঘার পর্যটক থেকে আম জনতাও !

তাঁদের অভিযোগ, আদানিদের প্রতি উদার হয়ে বকেয়ার ৭৪% টাকা ছাড়লেও ব্যাঙ্কগুলি সাধারণ গ্রাহকদের প্রতি সদয় নয়। তিনি জানান, “অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে মানুষকে জরিমানা করতে ছাড়ে না ব্যাঙ্কগুলি। এ ভাবে পাঁচ বছরে ৮৫০০ কোটি টাকা জরিমানা আদায় করেছে। দেখে মনে হচ্ছে, গরিবদের লুঠ করে ধনীদের বিলিয়ে দেওয়ার নীতিই অবলম্বন করেছে মোদী সরকার।’’

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments