HomeNational NewsDelhi News : বোমাতঙ্কে থরহরি দিল্লীর একাধিক স্কুল, এলাকায় বম্ব স্কোয়াড, তড়িঘড়ি...

Delhi News : বোমাতঙ্কে থরহরি দিল্লীর একাধিক স্কুল, এলাকায় বম্ব স্কোয়াড, তড়িঘড়ি ছুটি ঘোষণা ৫০টি স্কুলে !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : সাত সকালে দিল্লীর একাধিক প্রথম সারির স্কুলে বোমা রাখার খবরে ব্যাপক আতংক ছড়াল এলাকায়। আতংকের জেরে বুধবার সকালে বহু প্রথমসারির স্কুলে তড়িঘড়ি ছুটি ঘোষণা করে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে স্কুলে হাজির (Delhi News) হয় বম্ব স্কোয়াড। তবে একাধিক স্কুলে তল্লাশির পরেও বোমের কোনও হদিশ মেলেনি। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে দাবী, দিল্লীর প্রায় ৫০টি স্কুলে বোমা রাখার ইমেল পাঠানো হয়েছিল, যার মধ্যে প্রথম সারির একাধিক স্কুল রয়েছে।

সূত্রের খবর, দিল্লি-এনসিআর-এর একাধিক স্কুল ইমেলের মাধ্যমে বোমার হুমকি পেয়েছে। খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে দিল্লির একাধিক স্কুলে বোমার হুমকি দেওয়া একই ধরনের ইমেল এসেছে। তবে শিশুদের সুরক্ষার কথা ভেবে সমস্ত ছাত্রদের দ্রুত স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এই ইমেলগুলি স্প্যাম মেল হিসেবেই পাঠানো হয়েছে। তবে বাচ্চাদের সুরক্ষার দিকটি নজরে রেখে সুরক্ষার বিষয়ে কোনও আপোষ করা হচ্ছে না।



দিল্লী পুলিশের সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থাগুলির সূত্রের খবর, দ্বারকার দিল্লি পাবলিক স্কুলে বোমা রাখার খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ, বোম্ব ডিসপোজাল স্কোয়াড এবং দমকল বাহিনী। স্কুলগুলিতে তন্নতন্ন করে তল্লাশি চালানো হচ্ছে। তবে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কোনও স্কুলেই বোমা পাওয়া যায়নি।

বোমাতঙ্কের জেরে কি পরিস্থিতি, দেখুন তারই এক ঝলক :

কিছু অধ্যক্ষের দাবী, এগুলি আসবে স্প্যাম মেল পাঠানো হয়েছে। যার পেছনে কিছু অসাধু চক্রের হাত রয়েছে। টাইমস অফ ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে দাবী, কিছু অধ্যক্ষ এই ঘটনার জন্য আবার এর পেছনে কিছু অভিভাবকের গ্রুপও জড়িয়ে থাকার সম্ভাবনার দাবী করেছেন। স্কুলের বিভিন্ন বিষয়ে যাদের সঙ্গে মতান্তর হয়েছে কর্তৃপক্ষের। তবে এই ঘটনায় ছাত্রছাত্রীদের এভাবে আতংকের মধ্যে ফেলার জন্য তাঁদের মনে বিরূপ প্রভাব পড়বে বলেই স্কুল কর্তৃপক্ষগুলির দাবী।  



যে সমস্ত স্কুলগুলিতে বোমাতঙ্ক ছড়িয়েছে তার মধ্যে কয়েকটি স্কুলের তালিকা নীচে দেওয়া হল-

  • Mother Mary’s School in Mayur Vihar
  • Thomas’ Girls Senior Secondary School
  • Sanskriti School in Chanakyapuri
  • Army Public School, DPS International School
  • DPS schools in RK Puram, East of Kailash, Vasant Vihar, Dwarka, Noida, Sector 122 and Knowledge Park 5
  • G D Goenka in Dwarka
  • Guru Harkrishan Public School, Delhi
  • Salwan Public School, Delhi
  • BGS Vijnatham School, Dwarka
  • Amity School in Pushp Vihar
  • তথ্যসূত্র – টাইমস অফ ইন্ডিয়া ডিজিটাল
- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments