হলদিয়া : একাধিক গুরুত্বপূর্ণ কারখানায় বেশ কিছু শূন্যপদে নিয়োগ করা হচ্ছে একঝাঁক টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কর্মী। সরকারী জব পোর্টালে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা কাজগুলিতে আবেদন করতে চান তাঁরা দেরী না (Haldia Job Vacancy) করে এখনই নিজেদের আবেদন অফলাইন বা অনলাইনে জমা করে দিন। যে সমস্ত কাজগুলিতে আবেদনের সুযোগ আসছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেখে নিতে পারেন।
হলদিয়া শিল্পাঞ্চলে একাধিক টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কাজে কর্মী নিয়োগ করছে একাধিক সংস্থা। কাজগুলিতে নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তি ভিত্তিতে। যারা এই কাজগুলিতে আবেদন করতে চান তাঁরা দেরী না করে দ্রুত নিজেদের আবেদনপত্র জমা করে দিন। অফলাইনে আবেদন করতে হলে নীচে দেওয়া লিংক থেকে ফর্ম ডাউনলোড করে নিয়ে সেটি পূরণ করার পর হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অথবা হলদিয়া লেবার কমিশনের দফতর বা নিয়োগকারী সংস্থার দফতরে জমা করবেন। আবেদনপত্রে অবশ্যই কাজটির জব মেমো নম্বর উল্লেখ করবেন।
যারা অনলাইনে আবেদন জমা করতে চান তাঁদের জন্য গুরুত্বপূর্ণ লিংক ও গাইডলাইন নীচে দেওয়া রইল। প্রয়োজন হলে আগে গাইডলাইন দেখে নিয়ে তারপর অনলাইনে আবেদন জমা করবেন। এবার এক ঝলকে দেখে নিন হলদিয়ায় কোন কোন কাজে নিয়োগ করা হচ্ছে –
১। Job Memo No.: MSC/HPL/2023-24/46
কাজের নাম – SUPERVISOR, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – Diploma in Electrical, অভিজ্ঞতা – Industrial Experience on Supervision of Electrical Job (এই কাজে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন), বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – ELECTRICIAN, শূন্যপদ – ০৩টি, শিক্ষাগত যোগ্যতা – আইটিআই, অভিজ্ঞতা – 1. Transformer, Panel Lighting, Earth Pit maintenance etc. 2. Cable Glanding & License Holder (এই কাজে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন), বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – FITTER, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা – Industrial experience on fitter job (এই কাজে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন), বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – WELDER, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা – Industrial experience on welding job (এই কাজে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন), বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে।
কাজের সাইট – HALDIA PETROCHEMICALS LIMITED,
নিয়োগকারী সংস্থা – M S CONSTRUCTION, Rampur, Chaitanyapur, Haldia, Purba Medinipur, PIN-721645, Contact Person Ph.- 9233366072
আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৫ই ফেব্রুয়ারী, ২০২৪ দুপুর পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।
এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে M S CONSTRUCTION JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
২। Job Memo No.: SRTPL/EMP/1/24
কাজের নাম – DCS ENGINEER, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে উচ্চমাধ্যমিক পাশ অভিজ্ঞতা – হাই প্রেসার ব্রয়লারের কাজে কমপক্ষ্যে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন (With Govt. License), বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – SHIFT ENGINEER, শূন্যপদ – ০২টি, শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে বি.টেক পাশ অভিজ্ঞতা – হাই প্রেসার ব্রয়লারের কাজে কমপক্ষ্যে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – HEATER OPERATOR, শূন্যপদ – ০৩টি, শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে উচ্চমাধ্যমিক পাশ অভিজ্ঞতা – হাই প্রেসার ব্রয়লারের কাজে কমপক্ষ্যে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন (With Govt. License), বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে।
কাজের সাইট – PATANJALI FOODS LTD
নিয়োগকারী সংস্থা – S R TURBO ENERGY PVT LTD, For Emergency Contact Person Ph.- 9933066231
আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৫ই ফেব্রুয়ারী, ২০২৪ দুপুর পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।
এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে S R TURBO ENERGY PVT LTD JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
৩। Job Memo No.: BCL/HEL/004/22-23
কাজের নাম – SECURITY SUPERVISOR, শূন্যপদ – ০২টি, শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে মাধ্যমিক পাশ অভিজ্ঞতা – 10-15 yrs. of srvice in defence/Para Military service, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছর বা তার বেশী হতে পারে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – Asst. Security Supervisor (Ex Serviceman), শূন্যপদ – ০1টি, শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে মাধ্যমিক পাশ অভিজ্ঞতা – 10-15 yrs. of srvice in defence/Para Military service, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছর বা তার বেশী হতে পারে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে।
কাজের সাইট – Hiranmaye Energy Limited
নিয়োগকারী সংস্থা – BCL SECURE PREMISES (P) LTD., Contact Person : Gobinda Das, Ph.- 9830008779
আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৫ই ফেব্রুয়ারী, ২০২৪ দুপুর পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।
এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে BCL SECURE PREMISES (P) LTD. JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
৪। Job Memo No.: ZSA/PEE/23-24/01
কাজের নাম – ENGINEER (INSTRUMENTATION), শূন্যপদ – ০৬টি, শিক্ষাগত যোগ্যতা – B. Tech অভিজ্ঞতা – Min 2 years of experience for PLC.DCS,H MI,SCADA, VFD,AC/DC DRIVE,(Allen Bradely,SIEMENS), বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৫৮ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে কমপক্ষ্যে ১১ মাসের চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – TECHNICIAN (INSTRUMENTATION), শূন্যপদ – ১৫টি, শিক্ষাগত যোগ্যতা – ITI পাশ হতে হবে, অভিজ্ঞতা – Min-I Years of experience for Types of Field Inst Maintenance and calibration., বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৫৮ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে কমপক্ষ্যে ১১ মাসের চুক্তি ভিত্তিতে।
কাজের সাইট – SHREE RENUKA SUGAR
নিয়োগকারী সংস্থা – ZENSTAR AUTOMATION SOLUTION, Haldia, Talpukur(Durga Mandir), Durgachak , Haldia, West Bengal- 721602 Contact Person : P. Karmakar, Ph.- 8617401383
আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৫ই ফেব্রুয়ারী, ২০২৪ দুপুর পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।
এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে ZENSTAR AUTOMATION SOLUTION JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
৫। Job Memo No.: RBS-E3-2023-2024
কাজের নাম – Machine Operator, শূন্যপদ – ০২টি, শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক/ আইটিআই ফিটার, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৫৮ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – Stitching Head TechniCian, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক/ আইটিআই ফিটার, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৫৮ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – MAINTENANCE TECHNICIAN, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – Diploma in MEC Eng., অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৪বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৫৮ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তি ভিত্তিতে।
কাজের সাইট – SHREE RENUKA SUGAR
নিয়োগকারী সংস্থা – RB SERVICES, 74/5 Becha Ram Chatterjee Road,Behala kolkata 700 034. Contact Person : SN GANGULY Ph. (8910932253)
আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৫ই ফেব্রুয়ারী, ২০২৪ দুপুর পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।
এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে RB SERVICES JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
৬। Job Memo No.: DE/SRSL-24-25/01
কাজের নাম – SKILLED OPERATOR, শূন্যপদ – ০৩টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে ১২ মাসের চু,ক্তি ভিত্তিতে।
কাজের নাম – UNSKILLED OPERATOR, শূন্যপদ – ৪৫টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে ১২ মাসের চু,ক্তি ভিত্তিতে।
কাজের সাইট – SHREE RENUKA SUGAR
নিয়োগকারী সংস্থা – DAS ENTERPRISES. OFFICE : DURGACHAK:: HALDIA :: PURBA MEDINIPUR. PIN-721602
আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৫ই ফেব্রুয়ারী, ২০২৪ দুপুর পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।
এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে DAS ENTERPRISES JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
কিভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিষ্ট্রেশান করবেন। রেজিষ্ট্রেশান করতে হলে JOB SEEKER REGISTRATION LINK –এ ক্লিক করুন। অথবা সরকারী জব পোর্টালে ক্লিক করুন এবং Jobseeker> Register-এ ক্লিক করুন। তারপর প্রোফাইল আপডেট করবেন এবং তারপরেই অনলাইনে আবেদনের দরজা খুলে যাবে।
যারা আগে থেকে রেজিষ্ট্রেশান করে রেখেছেন তাঁরা নীচে দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে লগইন করুন।
এরপর বামদিকের Vacanc> Apply List অপশনে ক্লিক করুন। এরপর ওপরে থাকা Job Reference No. টি কপি করে Serch করুন। এবার ডানদিকের Apply বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন জমা করে দিন।
অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। তারজন্য নীচে দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিন।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।