হলদিয়া : হলদিয়ার জনপ্রিয় শিল্পসংস্থা হলদিয়া পেট্রোকেমিক্যালস কারখানায় বিভিন্ন প্রকল্পে চুক্তিভিত্তিতে নিয়োগ করা হচ্ছে একাধিক কর্মী। এছাড়াও হলদিয়া শিল্পাঞ্চলেরও আরও বেশ কয়েকটি জনপ্রিয় কারখানায় শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার (Haldia Job Vacancy) আগেই এই কাজগুলিতে আবেদন করতে হবে অফলাইন বা অনলাইনে। অফলাইনে আবেদনের ফর্ম এই প্রতিবেদনের নীচে দেওয়া রয়েছে। অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে হলদিয়ার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অথবা হলদিয়া লেবার কমিশনের দফতরের ড্রপবক্সে।
এছাড়াও অনলাইনেও আবেদন করতে পারবেন হলদিয়া শিল্পাঞ্চলের কাজগুলিতে। অনলাইনে আবেদনের প্রয়োজনীয় গাইডলাইন ও লিংকগুলি নীচে দেওয়া রইল। প্রতিটি কাজে জব মেমো নম্বর দেওয়া রয়েছে। অনলাইন বা অফলাইনে আবেদনের আগে এই জব মেমো নম্বরটি অবশ্যই দেখে নেবেন। এবার দেখে নিন কোন কোন কাজে আবেদনের সুযোগ রয়েছে আপনাদের জন্য –
১। Job Memo No.: SBS/HPL/2024/06
কাজের নাম – OCU, CUMENE, PHENOL PROJECT, শূন্যপদ – ৭৫টি, শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে মাধ্যমিক পাশ হতে হবে, প্রয়োজনীয় স্কিল – Anex-C (A) (Un-skilled), কাজের অভিজ্ঞতা – ০ থেকে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৫০ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ –চুক্তি ভিত্তিতে এই কাজে নিয়োগ করা হবে।
কাজের সাইট – HPL PLANT SITE, HALDIA
নিয়োগকারী সংস্থা – S. B. S, CONSTRUCTION, Vil.+P.0.:- Kukrahati, Dist.- Purba Medinipur, Pin -721658 (W. B.) (যোগাযোগ – Contact Person: SRIDEV MONDAL, (Co-ordinator), Phone No. 7908346857
এই কাজে আবেদনের শেষ দিন ৬ই ফেব্রুয়ারী ২০২৪। অফলাইন বা অনলাইনে আবেদনের সময় জব মেমো নম্বর অবশ্যই দেখে নেবেন। অফিশিয়াল নোটিফিকেশান দেখতে S. B. S, CONSTRUCTION JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
২। Job Reference No. : SNE/HEL/VN/002/23-24
কাজের নাম – Field Operator (AHP Department), শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – ডিপ্লোমা/ আইটিআই উত্তীর্ণ, টেকনিক্যাল – প্রয়োজন নেই, কাজের অভিজ্ঞতা – 3Yr. (Minimum) of Ash Handaling System, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – চুক্তি ভিত্তিতে এই কাজে নিয়োগ করা হবে।
কাজের সাইট – HIRANMAYE ENERGY, HALDIA
নিয়োগকারী সংস্থা – S.N. ENTERPRISE, Vill- Basudevpur (Hazramore), P0- Khanjanchak, Haldia, Dist.- Purba Medinipur, Pin- 721602(W.B.) (যোগাযোগ – SATYAJIT BERA, Phone No. 8900692519
এই কাজে আবেদনের শেষ দিন ৬ই ফেব্রুয়ারী ২০২৪। অফলাইন বা অনলাইনে আবেদনের সময় জব মেমো নম্বর অবশ্যই দেখে নেবেন। অফিশিয়াল নোটিফিকেশান দেখতে S.N. ENTERPRISE JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
৩। Job Memo No.: BE/HPL/2024/03
কাজের নাম – DRAIN CLEANING, শূন্যপদ – ২০টি, শিক্ষাগত যোগ্যতা – ন্যূনতম থেকে মাধ্যমিক পাশ পর্যন্ত. প্রয়োজনীয় স্কিল – Anex-C (A) (Un-skilled), কাজের অভিজ্ঞতা – ০ থেকে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন. বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৫০ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ –চুক্তি ভিত্তিতে এই কাজে নিয়োগ করা হবে।
কাজের সাইট – HPL PLANT SITE, HALDIA
নিয়োগকারী সংস্থা – Bapi Enterprise, Durgachak Colony, ‘E’ Block, P.O. Durgachak, Pin Code -721602, Haldia, Purba Medinipur. (যোগাযোগ – Contact Phone No. 9434693673
এই কাজে আবেদনের শেষ দিন ৬ই ফেব্রুয়ারী ২০২৪। অফলাইন বা অনলাইনে আবেদনের সময় জব মেমো নম্বর অবশ্যই দেখে নেবেন। অফিশিয়াল নোটিফিকেশান দেখতে Bapi Enterprise JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
৪। Job Memo No.: TJE/I0CL/PEE/23-24/04
কাজের নাম – 0T ASSISTANT & TECHNICIAN, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে উচ্চ-মাধ্যমিক পাশ, টেকনিক্যাল – Operation Theatre Course From any Government 85 Recognized Medical Institution, কাজের অভিজ্ঞতা – Decirable 1 Year in Any Government/PSU/Private Hospital, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ –চুক্তি ভিত্তিতে এই কাজে নিয়োগ করা হবে।
কাজের সাইট – INDIAN OIL CORPORATION LIMITED
নিয়োগকারী সংস্থা – THE JANA ENTERPRISE, 161, BAGPOTA ROAD, SARSUNA, NEAR SONALI PARK, KOLKATA-700 061. (যোগাযোগ – Contact Person – MR. DILIP JANA& MR. PRADIP JANA, Phone No. 9836024373 &, 9836540635
এই কাজে আবেদনের শেষ দিন ৬ই ফেব্রুয়ারী ২০২৪। অফলাইন বা অনলাইনে আবেদনের সময় জব মেমো নম্বর অবশ্যই দেখে নেবেন। অফিশিয়াল নোটিফিকেশান দেখতে THE JANA ENTERPRISE JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
৫। Job Memo No.: MCB/2024/01
কাজের নাম – UNSKILLED HELPER, শূন্যপদ – ০৭টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, টেকনিক্যাল – উল্লেখ নেই, কাজের অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৫৮ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – কমপক্ষ্যে ১১ মাসের চুক্তি ভিত্তিতে এই কাজে নিয়োগ করা হবে।
কাজের নাম – SEMI SKILLED INSULATION LEGGER & FITTER, শূন্যপদ – ১৫টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, টেকনিক্যাল – উল্লেখ নেই, কাজের অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৫৮ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – কমপক্ষ্যে ১১ মাসের চুক্তি ভিত্তিতে এই কাজে নিয়োগ করা হবে।
কাজের সাইট – INDIAN OIL CORPORATION LIMITED
নিয়োগকারী সংস্থা – M/s. MAKHAN CHANDRA BERA, (যোগাযোগ – Contact Person – MR. Prodyot Das, Phone No. 9932319538
এই কাজে আবেদনের শেষ দিন ৬ই ফেব্রুয়ারী ২০২৪। অফলাইন বা অনলাইনে আবেদনের সময় জব মেমো নম্বর অবশ্যই দেখে নেবেন। অফিশিয়াল নোটিফিকেশান দেখতে M/s. MAKHAN CHANDRA BERA JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
৬। Job Memo No.: RC03-2024
কাজের নাম – SCAFOLDER, শূন্যপদ – ০২টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, টেকনিক্যাল – স্কিলড, কাজের অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – কমপক্ষ্যে ১ বছরের চুক্তি ভিত্তিতে এই কাজে নিয়োগ করা হবে।
কাজের নাম – RIGGER, শূন্যপদ – ০২টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, টেকনিক্যাল – স্কিলড, কাজের অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – কমপক্ষ্যে ১ বছরের চুক্তি ভিত্তিতে এই কাজে নিয়োগ করা হবে।
কাজের সাইট – IVL DHUNSERI PETROCHEM INDUSTRIES PVT. LTD.
নিয়োগকারী সংস্থা – RAJ CONSTRUCTION, (যোগাযোগ – Contact Person – SRIMANTA MAITI (Prop), Phone No. 7602752799/ 7001490991
এই কাজে আবেদনের শেষ দিন ৮ই ফেব্রুয়ারী ২০২৪। অফলাইন বা অনলাইনে আবেদনের সময় জব মেমো নম্বর অবশ্যই দেখে নেবেন। অফিশিয়াল নোটিফিকেশান দেখতে RAJ CONSTRUCTION JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
কিভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিষ্ট্রেশান করবেন। রেজিষ্ট্রেশান করতে হলে JOB SEEKER REGISTRATION LINK –এ ক্লিক করুন। অথবা সরকারী জব পোর্টালে ক্লিক করুন এবং Jobseeker> Register-এ ক্লিক করুন। তারপর প্রোফাইল আপডেট করবেন এবং তারপরেই অনলাইনে আবেদনের দরজা খুলে যাবে।
যারা আগে থেকে রেজিষ্ট্রেশান করে রেখেছেন তাঁরা নীচে দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে লগইন করুন।
এরপর বামদিকের Vacanc> Apply List অপশনে ক্লিক করুন। এরপর ওপরে থাকা Job Reference No. টি কপি করে Serch করুন। এবার ডানদিকের Apply বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন জমা করে দিন।
অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। তারজন্য নীচে দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিন।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।
@all content is copyrighted to newzbangla.com