Homeশিক্ষাHigher Secondary : খাতায় এইসব লিখলে বাতিল হতে পারে উচ্চমাধ্যমিক, জেনে রাখুন...

Higher Secondary : খাতায় এইসব লিখলে বাতিল হতে পারে উচ্চমাধ্যমিক, জেনে রাখুন বিস্তারিত !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

Newzbangla Desk : উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় অপ্রাসঙ্গিক কান্ড ঘটালে বাতিল হয়ে যেতে পারে পারীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল সংক্রান্ত একগুচ্ছ গাইড লাইন প্রকাশ করে জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কোন কোন কারণে (Higher Secondary) একজন পরীক্ষার্থীর উচ্চমাধ্যমিক বাতিল হয়ে যাবে সেই সম্পর্কে ২৫ দফা নিয়মবিধির কথা জানিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

এই নির্দেশিকায় বলা হয়েছে, খাতায় আপত্তিকর ও অশালীন কিছু লিখলে উত্তরপত্র বাতিল হতে পারে। খাতায় রাজনৈতিক স্লোগান লিখলেও বাতিল হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীর তরফে সন্তোষজনক উত্তর না মিললে বাতিল হতে পারে গোটা পরীক্ষাই।

তা ছাড়াও শিক্ষা সংসদের নির্দেশিকায় বলা হয়েছে, কোনও পরীক্ষার্থী খাতায় ভুল নাম, রেজিস্ট্রেশন নম্বর লিখলে, উত্তরপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্র ছাড়লে, অন্য পরীক্ষার্থীকে খাতা দিয়ে লিখতে সহায়তা করলে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। উত্তরপত্রে উত্তর সম্বলিত চিরকুট, টাকার নোট মিললেও সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে পারে সংসদ।

[custom-related-posts title=”Related Posts” none_text=”None found” order_by=”title” order=”ASC”]

[আরও পড়ুন : Purba Medinipur Women Helpline : আরজিকর থেকে শিক্ষা নিয়ে পূর্ব মেদিনীপুরে চালু হল মহিলা সুরক্ষা নম্বর, সাহায্য পাবেন দিঘার পর্যটক থেকে আম জনতাও]

প্রতি বছরই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একাধিক নির্দেশিকা সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ। এর মধ্যে কোনও অভিনবত্ব নেই বলেই জানাচ্ছেন সংসদের কর্তারা। একই মত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যেরও। তিনি বলেন, “পরীক্ষার্থীদের জন্য আগেও এই নির্দেশিকা দেওয়া হয়েছিল। কোনও পড়ুয়া যদি পরীক্ষার খাতায় অপ্রাসঙ্গিক কোনও রাজনৈতিক স্লোগান বা মন্তব্য লেখেন, তবে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে।”

[আরও পড়ুন : হলদিয়ায় প্রাক্তন কাউন্সিলারের বাড়িতে রাতভর তান্ডব চালাল সশস্ত্র ডাকাতদল, ভোরের আলোয় বেরিয়ে গেল বুক ফুলিয়ে !]

তবে এ ক্ষেত্রে পড়ুয়াদের পরীক্ষা বাতিল হবে কি না, এই প্রশ্নের উত্তরে চিরঞ্জীব জানান যে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় অনিয়ম রোধে গঠিত একটি কমিটি। সেই কমিটি অভিযুক্ত পড়ুয়াকে ডেকে তাঁর কাজের কারণ জানতে চায়। পরীক্ষার্থীর ব্যাখ্যায় কমিটির সদস্যেরা সন্তুষ্ট হলে ব্যবস্থা নেওয়া হয় না। অন্যথায়, নির্দিষ্ট ওই উত্তরপত্রটির মূল্যায়ন করা হয় না। এমনকি নিয়মভঙ্গের গুরুতর প্রমাণ মিললে পরীক্ষার্থীর গোটা পরীক্ষাই বাতিল করে দেওয়া হতে পারে বলে জানান তিনি।

  • আনন্দবাজার অনলাইন
- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments