নিউজবাংলা ডেস্ক : বুধবার সাত সকালে কলকাতার প্রাণকেন্দ্র ময়দান থেকে উদ্ধার হয়েছে এক মাঝবয়েসী মহিলার মৃতদেহ। পথচারীদের থেকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ময়দান থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে (Kolkata Crime) ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি মহিলার পরিচয় উদ্ধারে ঝাঁপিয়েছে পুলিশ। প্রাথমিক ভাবে খবর, মহিলার শরীরের ওপরের অংশে পুড়ে রয়েছে। কিভাবে মহিলার মৃত্যু সেই রহস্য উদ্ধারে পুলিশ তদন্ত শুরু করেছে বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে পথচারীরা ময়দানের পাশে মহিলার মৃত দেহটিকে দেখতে পান। মৃতের চেহারা বিকৃত হয়ে গিয়েছে কারন তাঁর শরীরের ওপরের অংশ পুড়ে রয়েছে। সেই সঙ্গে শরীরে ক্ষতের চিহ্নও দেখা গিয়েছে বলে খবর। পথচারীরাই এরপর ময়দান থানায় বিষয়টি ফোন করে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, অন্যত্র কোথাও এই মহিলার মৃত্যু হয়েছে। পরে তাঁর দেহটিকে ময়দানে ফেলে গিয়েছে অজ্ঞাতরা। এভাবে মহিলার দেহ উদ্ধার ঘিরে রীতিমতো রহস্য দানা বেঁধেছে। কেন দেহ এই জায়গায় ফেলে যাওয়া হয়েছে, কেনই বা তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, কোন কারনে তাঁর মৃত্যু সে সব প্রশ্নই ঘুরে ফিরে আসছে তদন্তকারীদের মনে।
তবে সবার আগে মহিলার পরিচয় উদ্ধার জরুরি বলেই পুলিশ জানিয়েছে। দেহটিকে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজগুলিও খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে আশেপাশের সমস্ত থানাগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। কোনও মহিলার নিখোঁজের বিষয়ে তথ্য থাকলে তাও ময়দান থানাকে জানাতে বলা হয়েছে।