হলদিয়া, পূর্ব মেদিনীপুর : বৃহস্পতিবার হলদিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। তার চার দিনের মাথায় সেই হলদিয়াতেই জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে বিজেপি কর্মীদের দ্রুত মাঠে নামার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। দলীয় (PM Narendra Modi) কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, প্রধানমন্ত্রীর প্রচার সভায় ঐতিহাসিক জমায়েত করতে হবে। যা অতীতে কোনওদিন হলদিয়া চাক্ষুষ করেনি বলেই দাবী করেছেন শুভেন্দু। বুধবার সন্ধ্যায় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে হলদিয়ার চৈতন্যপুরে প্রচারে গিয়ে শুভেন্দু প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।
শুভেন্দু জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২০ মে হলদিয়ার হেলিপ্যাড ময়দানে সভা করতে আসছেন”। উপস্থিত দলীয় সমর্থকদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, “এই বিষয়ে আপনারা জানেন তো? প্রধানমন্ত্রী যখন আসছেন তখন সব মুসকিল আসান হয়ে যাবে”। এরপরেই শুভেন্দু শ্লোগান তোলেন, “মোদী হ্যায় তো মুমকিন হ্যায়”। সমস্বরে শুভেন্দুর কথার প্রতিধ্বনি শোনা যায় বিজেপি সমর্থকদের মুখেও। শুভেন্দু জানিয়েছেন, “সোমবার বেলা আড়াইটে নাগাদ হলদিয়ার জনসভায় প্রধানমন্ত্রী হাজির হবেন”।
প্রধানমন্ত্রীর জনসভায় কত মানুষকে হাজির করতে হবে তার টার্গেট এদিন থেকেই বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু উক্তি, “প্রধানমন্ত্রীর সভায় কত লোক হবে বলুন তো”। কেউ বলেন ৪ লক্ষ, কেউ ১ লক্ষ বলে উল্লেখ করেন। শুভেন্দু তাঁদের জন্য টার্গেট বেঁধে বলেন, “এই জনসভায় কমপক্ষ্যে ৩ লক্ষ মানুষের জমায়েত করতে হবে। মোদীজী আসছেন তাই আর কিচ্ছু করতে হবে না। এখানে এবার তৃণমূলকে হারাব”।
এরই মাঝে বৃহস্পতিবার তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে হলদিয়ায় জনসভায় যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে কন্টাই পুরসভায় একটি বর্ণাঢ্য রোড শোয়ে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে এগরায় জনসভায় যোগ দেবেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গীতে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। হলদিয়ায় ‘চোরেদের পিসি; আসছে বলে মন্তব্য করেছেন শুভেন্দু।