Tuesday, November 28, 2023
Homeদক্ষিণবঙ্গঅগ্নিগর্ভ কাঁথি, একাধিক ওয়ার্ডে দফায় দফায় তৃণমূলের বিক্ষোভ, পাল্টা লাভের হিসেব কষছে...

অগ্নিগর্ভ কাঁথি, একাধিক ওয়ার্ডে দফায় দফায় তৃণমূলের বিক্ষোভ, পাল্টা লাভের হিসেব কষছে বিজেপি !

 

নিউজবাংলা ডেস্ক, কাঁথি : উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে কাঁথি পুরসভার একাধিক ওয়ার্ডে। শুক্রবার সন্ধ্যে নাগাদ তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে কাঁথি পুরসভায় যে ঝামেলার সূত্রপাত হয়েছিল সেই আগুনের আঁচ পাওয়া গেল রবিবারও। সপ্তাহের শেষ দিন দফায় দফায় কাঁথি পুরসভার একাধিক ওয়ার্ডে প্রার্থী বদলের দাবী নিয়ে পথ অবরোধ করেন তৃণৃূল নেতা কর্মীরা। কোথাও আবার রাস্তায় গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এর জেরে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে তৃণমূল নেতৃত্বের পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী।

এদিন পুরসভার, ১, ৪, ৫ ও ১১নং ওয়ার্ডে দফায় দফায় পথে নেমে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিক্ষোভকারীদের দাবী, প্রার্থী বদল না হলে প্রয়োজনে ভোট বয়কটের পথে নামবেন তাঁরা। প্রতিটি বিক্ষোভকারী দলেই হাজির হয়েছেন ১০০ জনেরও বেশী কর্মী সমর্থকরা। তাঁদের বিক্ষোভে রীতিমতো উত্তাল কাঁথির রাজনৈতিক পরিস্থিতি।

তৃণমূলের অন্দরের খবর, কাঁথি পুরসভায় কোন্দল জারি থাকায় সোমবার দলের প্রার্থীদের মনোনয়ন হচ্ছে না। যদিও যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি জানান, প্রার্থীদের নামে দলীয় প্রতীক এসে পৌঁছায়নি বলেই সোমবার মনোনয়ন হচ্ছে না। যদিও জেলা সদর তাম্রলিপ্ত পুরসভায় সোমবারেই মনোনয়ন জমা করছেন তৃণমূলের ২০ জন প্রার্থী। রবিবার প্রেস মিট করে এমনটাই জানিয়েছেন তমলুকের বিধায়ক তথা মন্ত্রী সৌমেন মহাপাত্র।

তবে তৃণমূলের এই কোন্দলে লাভের অংক কষতে শুরু করে দিয়েছে কাঁথির গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনে কাঁথি পুরসভা এলাকার ১৫জন কাউন্সিলার তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ায় দক্ষিণ কাঁথি আসনটি বিজেপি ছিনিয়ে নিয়েছিল। তবে রাজ্যে তৃণৃমূলের সরকার আসার পর বিজেপি ছেড়ে ঝাঁকে ঝাঁকে তৃণমূলে ফেরায় কিছুটা খুশীর হাওয়া বইছিল ঘাসফুল শিবিরে। তবে এবার প্রার্থী নিয়ে ঘাসফুল শিবিরে যে অসন্তোষ দানা বেঁধেছে তারপর জেতার বিষয়ে অনেকটাই আশাবাদী গেরুয়া শিবির।

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিতের দাবী, “কাঁথি পুরসভা এবার বিজেপির দখলে যাচ্ছে, এ ব্যাপারে আমরা পুরোপুরি নিশ্চিত। পুরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ৩ থেকে ৪টি আসন বাদ দিলে বাকী আসন বিজেপির হাতে রয়েছে”। তবে তৃণমূলের কোন্দল বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে বলে মানতে চাননি তিনি। সুদামের দাবী, “কাঁথিতে বিজেপি অনেক ভালো জায়গায় পৌঁছে গেছে। যা পুর নির্বাচনের ফল প্রকাশ হলেই দেখতে পাবেন”।

Video Gallery
Video thumbnail
Haldia Job Vacancy : ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় হলদিয়া শিল্পাঞ্চলে একঝাঁক কাজে আবেদনের সুযোগ !
14:45
Video thumbnail
Egra Update : এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল বাড়ি, ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা !
11:30
Video thumbnail
Purba Medinipur : দুর্ঘটনার কবলে দিঘা থেকে কলকাতা গামী যাত্রীবাহী বাস, জখম একাধিক !
07:17
Video thumbnail
Nandigram Parachute Camera : নন্দীগ্রামে উদ্ধার রহস্যময় প্যারাসুট, ক্যামেরা-সার্কিট !
02:08
Video thumbnail
Tamluk : বেপরোয়া বালি বোঝাই ট্রাকের ধাক্কা, তমলুকে প্রাণ হারালেন প্রতিবন্ধী শিল্পী !
06:41
Video thumbnail
Nandigram : নন্দীগ্রামে যুবকের রহস্যজনক মৃত্যু, চাকরী চক্র নাকি জমির দালাল চক্র উঠছে একাধিক প্রশ্ন !
04:53
Video thumbnail
Train Accident : বড়সড় দুর্ঘটনার কবলে হলদিয়াগামী যাত্রীবাহী ট্রেন !
05:22
Video thumbnail
Suvendu Adhikary : সভা শেষে শুভেন্দুর সভাস্থল থেকে বিজেপি কর্মীকে তুলে নিয়ে গেল পুলিশ !
08:27
Video thumbnail
Haldia Fire : হলদিয়ায় ইকো পার্কে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন, পুড়ল বাইক-গাড়ি !
06:43
Video thumbnail
অনলাইনে ছাত্র ভর্তির আড়ালেই চলছে বিপুল টাকার র‍্যাকেট, কাঁথি কলেজে ভাইরাল অডিও !
02:50
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments