Saturday, July 27, 2024
Homeদক্ষিণবঙ্গঅগ্নিগর্ভ কাঁথি, একাধিক ওয়ার্ডে দফায় দফায় তৃণমূলের বিক্ষোভ, পাল্টা লাভের হিসেব কষছে...

অগ্নিগর্ভ কাঁথি, একাধিক ওয়ার্ডে দফায় দফায় তৃণমূলের বিক্ষোভ, পাল্টা লাভের হিসেব কষছে বিজেপি !

spot_img
spot_img
- Advertisement -

 

নিউজবাংলা ডেস্ক, কাঁথি : উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে কাঁথি পুরসভার একাধিক ওয়ার্ডে। শুক্রবার সন্ধ্যে নাগাদ তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে কাঁথি পুরসভায় যে ঝামেলার সূত্রপাত হয়েছিল সেই আগুনের আঁচ পাওয়া গেল রবিবারও। সপ্তাহের শেষ দিন দফায় দফায় কাঁথি পুরসভার একাধিক ওয়ার্ডে প্রার্থী বদলের দাবী নিয়ে পথ অবরোধ করেন তৃণৃূল নেতা কর্মীরা। কোথাও আবার রাস্তায় গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এর জেরে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে তৃণমূল নেতৃত্বের পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী।

এদিন পুরসভার, ১, ৪, ৫ ও ১১নং ওয়ার্ডে দফায় দফায় পথে নেমে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিক্ষোভকারীদের দাবী, প্রার্থী বদল না হলে প্রয়োজনে ভোট বয়কটের পথে নামবেন তাঁরা। প্রতিটি বিক্ষোভকারী দলেই হাজির হয়েছেন ১০০ জনেরও বেশী কর্মী সমর্থকরা। তাঁদের বিক্ষোভে রীতিমতো উত্তাল কাঁথির রাজনৈতিক পরিস্থিতি।

তৃণমূলের অন্দরের খবর, কাঁথি পুরসভায় কোন্দল জারি থাকায় সোমবার দলের প্রার্থীদের মনোনয়ন হচ্ছে না। যদিও যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি জানান, প্রার্থীদের নামে দলীয় প্রতীক এসে পৌঁছায়নি বলেই সোমবার মনোনয়ন হচ্ছে না। যদিও জেলা সদর তাম্রলিপ্ত পুরসভায় সোমবারেই মনোনয়ন জমা করছেন তৃণমূলের ২০ জন প্রার্থী। রবিবার প্রেস মিট করে এমনটাই জানিয়েছেন তমলুকের বিধায়ক তথা মন্ত্রী সৌমেন মহাপাত্র।

তবে তৃণমূলের এই কোন্দলে লাভের অংক কষতে শুরু করে দিয়েছে কাঁথির গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনে কাঁথি পুরসভা এলাকার ১৫জন কাউন্সিলার তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ায় দক্ষিণ কাঁথি আসনটি বিজেপি ছিনিয়ে নিয়েছিল। তবে রাজ্যে তৃণৃমূলের সরকার আসার পর বিজেপি ছেড়ে ঝাঁকে ঝাঁকে তৃণমূলে ফেরায় কিছুটা খুশীর হাওয়া বইছিল ঘাসফুল শিবিরে। তবে এবার প্রার্থী নিয়ে ঘাসফুল শিবিরে যে অসন্তোষ দানা বেঁধেছে তারপর জেতার বিষয়ে অনেকটাই আশাবাদী গেরুয়া শিবির।

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিতের দাবী, “কাঁথি পুরসভা এবার বিজেপির দখলে যাচ্ছে, এ ব্যাপারে আমরা পুরোপুরি নিশ্চিত। পুরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ৩ থেকে ৪টি আসন বাদ দিলে বাকী আসন বিজেপির হাতে রয়েছে”। তবে তৃণমূলের কোন্দল বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে বলে মানতে চাননি তিনি। সুদামের দাবী, “কাঁথিতে বিজেপি অনেক ভালো জায়গায় পৌঁছে গেছে। যা পুর নির্বাচনের ফল প্রকাশ হলেই দেখতে পাবেন”।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments