HomeHaldia Job VacancyHaldia Job Vacancy : হাতে মাত্র ২ দিন, হলদিয়ায় এক ঝাঁক গুরুত্বপূর্ণ...

Haldia Job Vacancy : হাতে মাত্র ২ দিন, হলদিয়ায় এক ঝাঁক গুরুত্বপূর্ণ কাজে আবেদন করুন চট জলদি !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

হলদিয়া : হলদিয়া শিল্পাঞ্চলে একাধিক টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কাজে কর্মী নিয়োগ করছে একাধিক সংস্থা। কাজগুলিতে নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তি ভিত্তিতে। যারা এই কাজগুলিতে আবেদন করতে চান তাঁরা দেরী না করে দ্রুত নিজেদের আবেদনপত্র জমা করে দিন (Haldia Job Vacancy)। অফলাইনে আবেদন করতে হলে নীচে দেওয়া লিংক থেকে ফর্ম ডাউনলোড করে নিয়ে সেটি পূরণ করার পর হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অথবা হলদিয়া লেবার কমিশনের দফতর বা নিয়োগকারী সংস্থার দফতরে জমা করবেন। আবেদনপত্রে অবশ্যই কাজটির জব মেমো নম্বর উল্লেখ করবেন।

যারা অনলাইনে আবেদন জমা করতে চান তাঁদের জন্য গুরুত্বপূর্ণ লিংক ও গাইডলাইন নীচে দেওয়া রইল। প্রয়োজন হলে আগে গাইডলাইন দেখে নিয়ে তারপর অনলাইনে আবেদন জমা করবেন। এবার এক ঝলকে দেখে নিন হলদিয়ায় কোন কোন কাজে নিয়োগ করা হচ্ছে –

১। Job Memo No.: ZSA/PEE/23-24/01

কাজের নাম – ENGINEEER, শূন্যপদ – ০৬টি, শিক্ষাগত যোগ্যতা – B. Tech,  অভিজ্ঞতা – Min 2 years of experience for PLC.DCS,HMI,SCADA, VFD,AC/DC DRIVE,(AllenBradely, SIEMENS), বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৫৮ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে কমপক্ষ্যে ১১ মাসের চুক্তি ভিত্তিতে।

কাজের নাম – TECHNICIAN INSTRUMENTATION, শূন্যপদ – ১৫টি, শিক্ষাগত যোগ্যতা – ITI,  অভিজ্ঞতা – Min-I Years of experience for Types of Field Inst Maintenance and calibration., বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৫৮ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে কমপক্ষ্যে ১১ মাসের চুক্তি ভিত্তিতে।

কাজের সাইট – SHREE RENUKA SUGARS

নিয়োগকারী সংস্থা – ZENSTAR AUTOMATION SOLUTION (WB24EMP3074115), Talpukur, Durgachak, Haldia, West Bengal- 721602, Contact Person – P. Karmakar (Co-Ordinator), Ph.- 8617401383

আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৫ই ফেব্রুয়ারী, ২০২৪ দুপুর পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।

এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে ZENSTAR AUTOMATION SOLUTION JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

২। Job Memo No.: HPL/AU/2024/02/04

কাজের নাম – BOBCAT OPERATOR, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণী উত্তীর্ণ,  স্কিলড/ আনস্কিলড – স্কিলড, কাজের নেচার – S70 Boat ড্রাইভার, অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৫০ বছরের নীচে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে কমপক্ষ্যে ১২ মাসের চুক্তি ভিত্তিতে।

কাজের নাম – TECHNICIAN INSTRUMENTATION, শূন্যপদ – ১৫টি, শিক্ষাগত যোগ্যতা – ITI,  অভিজ্ঞতা – Min-I Years of experience for Types of Field Inst Maintenance and calibration., বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৫৮ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে কমপক্ষ্যে ১১ মাসের চুক্তি ভিত্তিতে।

কাজের সাইট – Haldia Petrochemicals Limited, Plant

নিয়োগকারী সংস্থা – AARMAN UDYOG, Brajanathchak, Haldia Port, Purba Medinipur, Pin- 721605, W.B., Contact Person – Sahadeb Pramanik, Ph.-9932265821

আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৫ই ফেব্রুয়ারী, ২০২৪ বেলা ১২.৩০টা পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।

এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে AARMAN UDYOG JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৩। Job Memo No.: NECM/HAL/PEE/23-24/01

কাজের নাম – WELDER, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – ডিপ্লোমা,  অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন,, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৫৮ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে কমপক্ষ্যে ১১ মাসের চুক্তি ভিত্তিতে।

কাজের নাম – ELECTRICAL TECHNICIAN, শূন্যপদ – ০৫টি, শিক্ষাগত যোগ্যতা – ডিপ্লোমা,  অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন,, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৫৮ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে কমপক্ষ্যে ১১ মাসের চুক্তি ভিত্তিতে।

কাজের নাম – SKILLED ELECTRICIAN, শূন্যপদ – ০৭টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই,  অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন,, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৫৮ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে কমপক্ষ্যে ১১ মাসের চুক্তি ভিত্তিতে।

কাজের নাম – SEMI SKILLED, শূন্যপদ – ০৪টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই,  অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন,, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৫৮ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে কমপক্ষ্যে ১১ মাসের চুক্তি ভিত্তিতে।

কাজের নাম – UN SKILLED, শূন্যপদ – ০৪টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই,  অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন,, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৫৮ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে কমপক্ষ্যে ১১ মাসের চুক্তি ভিত্তিতে।

কাজের সাইট – SHREE RENUKA SUGARS

নিয়োগকারী সংস্থা – NEW ECM ENGINEERING (WB24EMP2227947),V ill+PO- Hatiberia, Haldia-721657, Purba Medinipu, Contact Person – R. Maity (Co-Ordinator), Ph.- 9134208685

আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৫ই ফেব্রুয়ারী, ২০২৪ দুপুর পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।

এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে NEW ECM ENGINEERING JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৪। Job Memo No.: HPL/AU/2024/02/03

কাজের নাম – ROOF SHEETER, শূন্যপদ – ০৫টি, শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণী উত্তীর্ণ,  স্কিলড/ আনস্কিলড – স্কিলড, কাজের নেচার – রুফ সিটার ইনস্টলেশান, অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৪৫ বছরের নীচে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে।

কাজের নাম –SHEETER HELPER, শূন্যপদ – ০৫টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই,  স্কিলড/ আনস্কিলড – আনস্কিলড, কাজের নেচার – রুফ সিটার ইনস্টলেশান, অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৪৫ বছরের নীচে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে।

কাজের সাইট – Haldia Petrochemicals Limited, Plant

নিয়োগকারী সংস্থা – AARMAN UDYOG, Brajanathchak, Haldia Port, Purba Medinipur, Pin- 721605, W.B., Contact Person – Sahadeb Pramanik, Ph.-9932265821

আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৫ই ফেব্রুয়ারী, ২০২৪ বেলা ১২.৩০টা পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।

এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে AARMAN UDYOG JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৫। Job Memo No.: ADVERTISEMENT/A.S/ELECTRICAL/MECHANICAL/04

কাজের নাম – ELECTRICAL ENGINEER, শূন্যপদ – ০২টি, শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক উত্তীর্ণ সেই সঙ্গে Diploma in Electrical Engineer, অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে ৯ থেকে ১১ মাসের চুক্তি ভিত্তিতে।

কাজের নাম – MECHANICAL HELPER, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক উত্তীর্ণ সেই সঙ্গে Diploma in Electrical Engineer, অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে ৯ থেকে ১১ মাসের চুক্তি ভিত্তিতে।

কাজের সাইট – Petro Carbon and Chemicals PVT.LTD

নিয়োগকারী সংস্থা – M/S. ANUP SARKAR, HAZRAMORE, BASUDEVPUR, HALDIA, Contact Person – HAREN KUMAR SARKAR (Prop.), Ph.- 9232361802

আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৫ই ফেব্রুয়ারী, ২০২৪ বেলা ১২.৩০টা পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।

এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে M/S. ANUP SARKAR JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৬। Job Memo No.: WRPL-0053

কাজের নাম – SUPERVISOR, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক উত্তীর্ণ, অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ৪ থেকে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ চুক্তি ভিত্তিতে।

কাজের সাইট – Emami Aggrotech Ltd- Haldia, West Bengal

নিয়োগকারী সংস্থা – Watrana Rentals Private Limited, Contact Person – Bikash Babu (Site Incharge), Ph.- 9917408131

আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৫ই ফেব্রুয়ারী, ২০২৪ বেলা ১২.৩০টা পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।

এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে Watrana Rentals Private Limited JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৭। Job Memo No.: GBE/IVLDPIPL/23-24/126

কাজের নাম – FITTER, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ চুক্তি ভিত্তিতে।

কাজের নাম – WELDER, শূন্যপদ – ০২টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ চুক্তি ভিত্তিতে।

কাজের নাম – HELPER, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ চুক্তি ভিত্তিতে।

কাজের সাইট – IVL Dhunseri Petrochem Industries Pvt. Ltd.,

নিয়োগকারী সংস্থা – G B ENTERPRISE, Contact Person – Ph.- 8509949480

আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৫ই ফেব্রুয়ারী, ২০২৪ বেলা ১২.৩০টা পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।

এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে G B ENTERPRISE JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

কিভাবে আবেদন করবেন

অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিষ্ট্রেশান করবেন। রেজিষ্ট্রেশান করতে হলে JOB SEEKER REGISTRATION LINK ক্লিক করুন। অথবা সরকারী জব পোর্টালে ক্লিক করুন এবং Jobseeker> Register- ক্লিক করুন। তারপর প্রোফাইল আপডেট করবেন এবং তারপরেই অনলাইনে আবেদনের দরজা খুলে যাবে।

যারা আগে থেকে রেজিষ্ট্রেশান করে রেখেছেন তাঁরা নীচে দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে লগইন করুন।

এরপর বামদিকের Vacanc> Apply List অপশনে ক্লিক করুন। এরপর ওপরে থাকা Job Reference No. টি কপি করে Serch করুন। এবার ডানদিকের Apply বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন জমা করে দিন।

অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। তারজন্য নীচে দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিন।

Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments