HomeNational NewsRoad Accident : সেতু থেকে পড়ে মৃত্যু : গুগল আধিকারিকের বিরুদ্ধে মামলা...

Road Accident : সেতু থেকে পড়ে মৃত্যু : গুগল আধিকারিকের বিরুদ্ধে মামলা !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বিপত্তি। নির্মীয়মাণ সেতু থেকে নদীতে গাড়ি পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশে গত রবিবারের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার ভুল (Road Accident) তথ্য দেওয়ার অভিযোগে গুগল ম্যাপের এক আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিস। এছাড়াও উত্তরপ্রদেশ পূর্তদপ্তরের চার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার মৃত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিস। তাঁরা হলেন নীতিন, অজিত এবং অমিত। নীতিন এবং অমিত দুই ভাই। তাঁদের বাড়ি ফারুকবাদ জেলায়। অন্যদিকে অমিতের বাড়ি মইনপুরিতে। শনিবরা তাঁরা গাড়ি নিয়ে নয়ডা থেকে বেরিলির ফরিদপুরে বিয়েবাড়ি যাচ্ছিলেন। বেরিলি-বদায়ুন উত্তরপ্রদেশ সীমানায় নির্মীয়মাণ সেতু থেকে তাঁদের গাড়ি রামগঙ্গা নদীতে পড়ে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় নীতিনদের।

দাতাগঞ্জ থানার এসএইচও গৌরব বিষ্ণোই বলেন, ‘পূর্তদপ্তরের চার ইঞ্জিনিয়ারের নামে এফআইআর দায়ের করা হয়েছে।’ এছাড়াও গুগল ম্যাপের আঞ্চলিক দপ্তরের একজন আধিকারিককেও তদন্তের আওতায় আনা হচ্ছে। তবে তাঁর নাম এখনও এফআইআরে যুক্ত করা হয়নি বলে ওই পুলিস আধিকারিক জানিয়েছেন।

বদায়ুনের জেলাশাসক নীধি শ্রীবাস্তব বলেন, সেতু সংলগ্ন এলাকায় এখন পুলিস মোতায়েন রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পূর্তদপ্তর ও সেতুনিগমকে সব সেতু, ফ্লাইওভার এবং আন্ডারপাস পরীক্ষা করে দেখতে বলা হয়েছে।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments