HomeHaldia Job VacancyHaldia Job Vacancy : একাধিক কাজে দীর্ঘ মেয়াদে নিয়োগ হলদিয়ায় !

Haldia Job Vacancy : একাধিক কাজে দীর্ঘ মেয়াদে নিয়োগ হলদিয়ায় !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

হলদিয়া : হলদিয়া শিল্পাঞ্চলে দীর্ঘ মেয়াদে নিয়োগ হচ্ছে একাধিক শিল্প কারখানায়। টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল এই কাজগুলিতে আবেদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই হবে প্রার্থী। অনলাইন বা অফলাইনে (Haldia Job Vacancy) আবেদন করতে পারবেন আপনারা। কিভাবে আবেদন করবেন বিস্তারিত গাইডলাইন রইল এই প্রতিবেদনের একেবারে শেষে।

হলদিয়ার শিল্পকারখানায় নিয়োগ সংক্রান্ত সমস্ত খবরের আপডেট পেতে হলে আমাদের পেজের নোটিফিকেশান বাটনটি অবশ্যই ইয়েস করে দিন। এছাড়াও নিয়মিত আপডেট পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে। এবার একঝলকে দেখে নিন কোন কোন কাজে আবেদন নেওয়া হচ্ছে এই মুহূর্তে-

১। Job Memo No.- WEX/HAL/23-24/13

কাজের নামে – GASEOUS CHLORINATION PLANT OPERATOR

  • শূন্যপদ – ০১টি
  • শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে যে কোনও স্পেশাল বিষয়ে ডিপ্লোমা
  • কাজের অভিজ্ঞতা – Minimum 1 year experience in liquid chlorination plant handling, FRC maintain, Chemical Dosing, Sulphuric Acid Dosing
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে কমপক্ষ্যে ২ বছরের চুক্তি ভিত্তিতে

কাজের সাইট – TATA POWER COMPANY LIMITED

নিয়োগকারী সংস্থা – WEX TECHNOLOGIES PVT LTD

আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ৪ঠা মার্চ ২০২৪ অফিস টাইম পর্যন্ত। এছাড়াও অনলাইনে আবেদন করা যাবে ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত

এই কাজে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে TATA POWER COMPANY LIMITED JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

২। Job Memo No.- HREL(KCS) /2024/FEB/01

কাজের নামে – SERVICE BOY

  • শূন্যপদ – ০২টি
  • শিক্ষাগত যোগ্যতা – ১০ম শ্রেণী উত্তীর্ণ,
  • কাজের অভিজ্ঞতা – এই কাজে অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন। তবে কিচেন, মাল্টি স্টোর বিল্ডিংয়ে কাজের জন্য শারীরিক ভাবে ফিট থাকতে হবে এবং গেস্ট হাউস ও কিচেনে হাউস কিপিংয়ের কাজের যোগ্য হতে হবে।
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে কমপক্ষ্যে ১ বছরের চুক্তি ভিত্তিতে

কাজের সাইট – HREL, HALDIA

নিয়োগকারী সংস্থা – KALYANI CATERING SERVICES, B-45, SECTOR-8, TOWNSHIP, HALDIA, Mob.- 9434624652, 9735388133

আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ৪ঠা মার্চ ২০২৪ বেলা ১২টা পর্যন্ত। এছাড়াও অনলাইনে আবেদন করা যাবে ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত (Haldia Job Vacancy)

এই কাজে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে HREL HALDIA JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৩। Job Memo No.- 001/SPW

কাজের নামে – CLEANER

  • শূন্যপদ – ০৩টি
  • শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই
  • কাজের অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে দীর্ঘ মেয়াদের চুক্তি ভিত্তিতে

কাজের নামে – DRIVER

  • শূন্যপদ – ০৩টি
  • শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই
  • কাজের অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে দীর্ঘ মেয়াদের চুক্তি ভিত্তিতে

কাজের সাইট – HINDUSTAN UNILEVER

নিয়োগকারী সংস্থা – SPEEDWAYS, P66, CIRCULAR GARDEN REACH ROAD, KOLKATA – 700 043

আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ৫ই মার্চ ২০২৪ বেলা ১২টা পর্যন্ত। এছাড়াও অনলাইনে আবেদন করা যাবে ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।

এই কাজে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে HINDUSTAN UNILEVER JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৪। Job Memo No.- ARST/D-D-EMP/2023-2024/01

কাজের নামে – SEMI SKILLED

  • শূন্যপদ – ০৮টি
  • শিক্ষাগত যোগ্যতা – B.Sc. or Diploma or HS (12 Class) pass
  • স্পেশালাইজেশান – B.Sc. in Math / Physics / Chemistry or Diploma in Chem/ Mech or HS passed with 3 years experience in Refinery/ Petrochemicals/ fertilizer plant
  • কাজের অভিজ্ঞতা – B.Sc/ Diploma-র থাকলে অনভিজ্ঞরা আবেদন করতে পারেন। উচ্চমাধ্যমিক পাশ হলে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে কমপক্ষ্যে ২ বছরের চুক্তি ভিত্তিতে

কাজের সাইট – HALDIA REFINERY

নিয়োগকারী সংস্থা – ARISTOCON, Contract Person: Animesh Das, Manager (authorized Signatory), Mobile Number: 8250616876

আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ৫ই মার্চ ২০২৪ বেলা ১২টা পর্যন্ত। এছাড়াও অনলাইনে আবেদন করা যাবে ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত (Haldia Job Vacancy)

এই কাজে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে HALDIA REFINERY JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৫। Job Memo No.- ESWE/HEL/23-24/2289A

কাজের নামে – SKILLED MASON

  • শূন্যপদ – ০২টি
  • শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই
  • কাজের অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে থাকতে হবে

কাজের নামে – UNSKILLED HELPER

  • শূন্যপদ – ০৪টি
  • শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই
  • কাজের অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে থাকতে হবে

কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে কমপক্ষ্যে ৯ মাসের চুক্তি ভিত্তিতে

কাজের সাইট – Hiranmaye Energy Ltd at Haldia

নিয়োগকারী সংস্থা – ECO STRUKTUER & WATERPROOFING ENTERPRISE, Kolkata, Haldia, Siliguri, Ph.-017609239

আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ৫ই মার্চ ২০২৪ বেলা ১২টা পর্যন্ত। এছাড়াও অনলাইনে আবেদন করা যাবে ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত

এই কাজে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে Hiranmaye Energy Ltd at Haldia JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

কিভাবে আবেদন করবেন

অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিষ্ট্রেশান করবেন। রেজিষ্ট্রেশান করতে হলে JOB SEEKER REGISTRATION LINK ক্লিক করুন। অথবা সরকারী জব পোর্টালে ক্লিক করুন এবং Jobseeker> Register- ক্লিক করুন। তারপর প্রোফাইল আপডেট করবেন এবং তারপরেই অনলাইনে আবেদনের দরজা খুলে যাবে।

যারা আগে থেকে রেজিষ্ট্রেশান করে রেখেছেন তাঁরা নীচে দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে লগইন করুন।

এরপর বামদিকের Vacanc> Apply List অপশনে ক্লিক করুন। এরপর ওপরে থাকা Job Reference No. টি কপি করে Serch করুন। এবার ডানদিকের Apply বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন জমা করে দিন।

অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। তারজন্য নীচে দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিন।

Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments