হলদিয়া : হলদিয়া শিল্পাঞ্চলের সুপারম্যাক ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন টেকনিক্যাল কাজের জন্য নিয়োগ হচ্ছে একঝাঁক কর্মী। এরই পাশাপাশি একাধিক নন-টেকনিক্যাল কাজের জন্যও বেশ কিছু শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত কাজে আবেদন করতে (Haldia Job vacancy) হাতে সময় বিশেষ বাকি নেই। যারা কাজগুলিতে আবেদন করতে চান তাঁরা দেরী না করে এখনই আবেদন জমা করে দিন।
অনলাইনে ও অফলাইনে আবেদনের জন্য নির্দিষ্ট গাইডলাইন নীচে দেওয়া রইল। অফলাইনে আবেদনের ফর্ম ও অনলাইনে আবেদনের গুরুত্বপূর্ণ লিংকগুলি নীচে দেওয়া রইল। প্রসঙ্গতঃ গত কয়েকদিন হলদিয়া জব পোর্টালের লিংকে সমস্যার জন্য সাইটটি খুলছিল না। তবে জেলা প্রশাসনের তৎপরতায় সোমবার থেকেই সাইটটি পুনরায় খুলে গিয়েছে বলে জানা গেছে। এবার দেখে নিন কোন কোন কাজে আবেদন করতে পারবেন এখনই –
১ Job Memo No : JSE/PEE/SECPL/01/2024
কাজের নাম – FABRICATOR, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা –এই কাজে আবেদনকারীর জন্য অভিজ্ঞতা প্রমানের বাধ্যবাধকতা নেই, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৫৯ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ করা হবে চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – FITTER, শূন্যপদ – ১২টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা –এই কাজে আবেদনকারীর জন্য অভিজ্ঞতা প্রমানের বাধ্যবাধকতা নেই, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৫৯ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ করা হবে চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – GAS CUTTER, শূন্যপদ – ০৫টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা –এই কাজে আবেদনকারীর জন্য অভিজ্ঞতা প্রমানের বাধ্যবাধকতা নেই, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৫৯ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ করা হবে চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – GRINDER, শূন্যপদ – ০৭টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা –এই কাজে আবেদনকারীর জন্য অভিজ্ঞতা প্রমানের বাধ্যবাধকতা নেই, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৫৯ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ করা হবে চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – HELPER, শূন্যপদ – ৩০টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা –এই কাজে আবেদনকারীর জন্য অভিজ্ঞতা প্রমানের বাধ্যবাধকতা নেই, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৫৯ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ করা হবে চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – MIG WELDER, শূন্যপদ – ১৫টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা –এই কাজে আবেদনকারীর জন্য অভিজ্ঞতা প্রমানের বাধ্যবাধকতা নেই, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৫৯ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ করা হবে চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – RIGGER, শূন্যপদ – ০৬টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা –এই কাজে আবেদনকারীর জন্য অভিজ্ঞতা প্রমানের বাধ্যবাধকতা নেই, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৫৯ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ করা হবে চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – SAW WELDER, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা –এই কাজে আবেদনকারীর জন্য অভিজ্ঞতা প্রমানের বাধ্যবাধকতা নেই, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৫৯ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ করা হবে চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – TRACK WELDER, শূন্যপদ – ১২টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা –এই কাজে আবেদনকারীর জন্য অভিজ্ঞতা প্রমানের বাধ্যবাধকতা নেই, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৫৯ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ করা হবে চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – DRILLER, শূন্যপদ – ০৫টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা –এই কাজে আবেদনকারীর জন্য অভিজ্ঞতা প্রমানের বাধ্যবাধকতা নেই, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৫৯ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ করা হবে চুক্তি ভিত্তিতে।
কাজের সাইট – SUPERMECH ENGINEERING & CONSTRUCTION PVT. LTD. WORKSHOP, KAPASARIA
নিয়োগকারী সংস্থা – JANA & SONS ENGINEERING, CHANPI, MAHISHADAL, PURBA MEDINIPUR, WEST BENGAL-721628, CONTACT NO : 8116613089 /8670579474
আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৩ই মার্চ, ২০২৪ বেলা ১২টার মধ্যে অফলাইনে আবেদন জমা করতে হবে। অনলাইনে আবেদন জমা করতে পারবেন এইদিন রাত্রি ১২টা পর্যন্ত
এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে SUPERMECH ENGINEERING & CONSTRUCTION PVT. LTD JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
২. Job Memo No : IS/DDE/HMC/19
- কাজের নাম – UNSKILLED LABOUR
- শূন্যপদ – ২৩টি
- শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই
- অভিজ্ঞতা – অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে ১২ মাসের চুক্তি ভিত্তিতে
- কাজের সাইট – Adplus Chemicals And Polymers Pvt. Ltd., Haldia
- নিয়োগকারী সংস্থা – INDUSTRIAL SERVICES, BASUDEVPUR :: WARD No.-04 HALDIA: 721602 :: W.B, Contract Person Name: Surajit Dey Designation: Manager
- আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১২ই মার্চ, ২০২৪ বেলা ১২টা পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারবেন। অনলাইনে আবেদন জমা করা যাবে এই দিন রাত্রি ১২টা পর্যন্ত
- এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে INDUSTRIAL SERVICES JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
কিভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিষ্ট্রেশান করবেন। রেজিষ্ট্রেশান করতে হলে Job Seeker Registration Link –এ ক্লিক করুন। অথবা সরকারী জব পোর্টালে ক্লিক করুন এবং Jobseeker> Register-এ ক্লিক করুন। তারপর প্রোফাইল আপডেট করবেন এবং তারপরেই অনলাইনে আবেদনের দরজা খুলে যাবে।
যারা আগে থেকে রেজিষ্ট্রেশান করে রেখেছেন তাঁরা নীচে দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে লগইন করুন।
এরপর বামদিকের Vacanc> Apply List অপশনে ক্লিক করুন। এরপর ওপরে থাকা Job Reference No. টি কপি করে Serch করুন। এবার ডানদিকের Apply বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন জমা করে দিন।
অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। তারজন্য নীচে দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিন।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।