নিউজবাংলা ডেস্ক : কোন্দল না থামলে আগামী লোকসভা ভোটে বাংলায় দলের ভবিষ্যৎ কী? আপাতত এই প্রশ্নেই রাজ্যে পার্টির হাল নিয়ে প্রবল দুশ্চিন্তায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের শীর্ষ সূত্রের খবর, শীঘ্রই বঙ্গ বিজেপির পুরো টিমকে দিল্লিতে ডেকে এনে তুলোধোনা করতে পারেন জেপি নাড্ডারা। শুধু তাই নয়। বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠকের আগে আলাদা করে সংগঠনের ভারপ্রাপ্ত নেতৃত্বকে নিয়ে একপ্রস্ত আলোচনায় বসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷
দলের একটি সূত্রের দাবি, বিজেপির বঙ্গ ব্রিগেডের সাংগঠনিক হালহকিকত নিয়ে খোঁজখবর নিতে ইতিমধ্যেই রাজ্য পার্টির সাধারণ সম্পাদককে (সংগঠন) দিল্লিতে তলব করা হয়েছে। আজকালের মধ্যেই তাঁর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটি বৈঠক হতে পারে। একের পর এক ভোটে বাংলায় দুরমুশ হওয়ার পর থেকেই বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে কোন্দল। চলছে ইস্তফা দেওয়ার হিড়িকও।
দলের অন্দরের ব্যাখ্যা, কেন্দ্রীয় নেতারা মনে করছেন, ফল যা হওয়ার তা হয়েইছে। কিন্তু এখন যদি রাজ্য পার্টিতে মুষল পর্ব শুরু হয়ে যায়, তাহলে সংগঠন ধসে পড়তে সময় লাগবে না। তার প্রভাব পড়বে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে। এই পরিস্থিতিতেই একেবারে দিল্লিতে ডেকে এনে বাংলার নেতাদের তুলোধোনা করার জন্য কোমর বাঁধছেন নাড্ডারা। মঙ্গলবার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির অন্যতম সহসভাপতি জগন্নাথ সরকার তাৎপর্যপূর্ণভাবে বলেছেন, ‘দলের কেন্দ্রীয় নেতারা অত্যন্ত বিচক্ষণ ও অভিজ্ঞ। তাঁরা খুব ভালো করেই জানেন যে, কখন কাকে ডেকে পাঠাতে হবে।”– বর্তমান পত্রিকা
মোবাইলে নিউজ আপডেটপেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন, ক্লিক করুন Whatsapp