Tuesday, September 10, 2024
HomeKolkataবাগনানে তৃণমূল বুথ সভাপতিকে ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ অস্বীকার বিজেপির !

বাগনানে তৃণমূল বুথ সভাপতিকে ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ অস্বীকার বিজেপির !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

 

নিউজবাংলা ডেস্ক : সাতসকালে ভোট শুরু হওয়ার আগেই তৃণমূলের এক বুথ সভাপতিকে ধারালো অস্ত্রের কোপ বসানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এদিন হাওড়ার বাগনানে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। গুরুতর জখম অবস্থায় তৃণমূল নেতা যোগীবর বাগকে উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছু সময় বাদেই খবর আসে বাগনানের ২৩৩নং বুথের তৃণমূলের সভাপতির ওপর সশস্ত্র হামলা হয়েছে। ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর কোপ বসানো হয়েছে। তৃণমূলের দাবী, বিজেপির দুষ্কৃতীরা এদিন সকাল থেকে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। তাঁরাই তৃণমূল বুথ সভাপতির ওপর হামলা চালিয়েছে।

বাগনানের তৃণমূল প্রার্থী অরুনাভ সেনের দাবী, বুথ সভাপতি কাজ সেরে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। বিজেপির লোকেদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলেই এমনটা করছে তারা। যদিও বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপি প্রার্থী অনুপ মল্লিক এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলেই উল্লেখ করেছেন।

 

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments