নিউজবাংলা ডেস্ক : বহাল রইল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (সংক্ষেপে স্যাট)-এর রায়। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশান বেঞ্চ রায় দিয়ে জানিয়ে দেয়, ডিএ আইনত অধিকার, মৌলিক অধিকার। স্যাট-এর রায় অনুযায়ীই রাজ্য সরকারী কর্মচারীদের বকেয়া ডিএ আগামী ৩ মাসের মধ্যে মিটিতে দিতে হবে রাজ্যকে। তহবিলে টাকা নেই, রাজ্যের এই যুক্তি খন্ডন করে দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশান বেঞ্চ।
এর আগে ২০১৬ সালে কেন্দ্রের হারে ডিএ’র দাবীতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে মামলা করে রাজ্য সরকারী কর্মচারী সংগঠন কনফেডারেশান অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সেই মামলায় বহু চড়াই উতরাইয়ের পর অবশেষে স্যাটের রায় মামলাকারীদের পক্ষ্যেই যায়। তবে স্যাট-এর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য।
বেশ কিছুদিনা গেই মামলার শুনানি শেষ হলে রায়দান স্থগিত রাখা হয়। অবশেষে আজ আদালতের ডিভিশান বেঞ্চ রায় দিয়ে জানান, স্যাটের রায় বহাল রেখে কেন্দ্রের হারে রাজ্য সরকারী কর্মীদেরও ডিএ দিতে হবে সেই সঙ্গে বকেয়া ৩১শতাংশ ডিএ’র টাকাও দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র – আনন্দবাজার অনলাইন
মোবাইলে নিউজ আপডেটপেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন, ক্লিক করুন Whatsapp