নিউজবাংলা ডেস্ক : বুধবার রাতভর বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছিল যুবক। কিন্তু রহস্যজনক ভাবে বৃহস্পতিবার এলাকারই ক্যানেলে ভাসমান অবস্থায় উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম সাবির (২৮) বলে জানিয়েছে পুলিশ।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলার দাতিপুরে। বৃহস্পতিবার দাতিপুর ক্যানালে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারালো কোনও বন্তুর একাধিক আঘাতের চিহ্ন দেখা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার রাম বদন সিং জানিয়েছেন, দেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে।
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে মৃত সাবিরকে বুধবার রাতে শেষবার তাঁর দুই বন্ধূ সওদাগর এবং ইরফানের সঙ্গে দেখা গিয়েছিল। তবে কি কারনে এই মৃত্যু তা এখনই পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।