নিউজবাংলা ডেস্ক : বঙ্গোপসাগরে নতুন করে কোনও নিম্নচাপ তৈরি না-হলেও আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বেশি থাকবে। উত্তাল থাকবে সমূদ্র। মৌসুমি অক্ষরেখার অবস্থানজনিত কারণেই বৃষ্টি বাড়ছে। রবিবার সকাল থেকে কলকাতা ও সংলগ্ন এলাকা সারদিন ধরে আকাশ মেঘলা ছিল (Bengal Weather update)। মাঝে মাঝে বৃষ্টি হয়েছে। অক্ষরেখার অংশ কয়েকদিন দক্ষিণবঙ্গের উপর থাকবে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস রবিবার জানিয়েছেন।
এদিন অক্ষরেখাটি মালদহের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত ছিল। এটি এবার দক্ষিণবঙ্গের দিকে সরে আসবে। ফলে আরও বাড়বে বৃষ্টি। কাল মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেও বেশি মাত্রায় বৃষ্টি চলবে৷ মৌসুমি অক্ষরেখা অবস্থান ছাড়াও বিহারের উপর থাকা একটি ঘূর্ণাবর্তের বিহারের উপর থাকা একটি ঘূর্ণাবর্তের প্রভাব উত্তরবঙ্গে পড়ছে। মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের দিকে সরে এলে উত্তরবঙ্গে সাময়িকভাবে বৃষ্টি কমবে।
বুধবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই দফায় দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জাননো হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ কয়েকদিন আগে বাংলাদেশ উপকূল অতিক্রম করে দক্ষিণবঙ্গের উপর চলে আসে।
এর প্রভাবে বেশ কিছুদিন পর ৩০-৩১ জুলাই বেশি মাত্রায় বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গের সব জেলায়। তবে বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ওই সময় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল। এবার সেটা কিছুটা পূরণ হবে বলে আবহাওয়াবিদরা আশা করছেন। আগস্টের শুরুতে দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত। এটি চাষবাস, বিশেষ করে আমন ধানের চাষের পক্ষে ভালো হয়েছে। মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।