Tuesday, September 10, 2024
HomeNational NewsCitizenship Amedment Act (CAA): দেশজুড়ে কার্যকর হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন CAA,...

Citizenship Amedment Act (CAA): দেশজুড়ে কার্যকর হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন CAA, ৬ ধর্মের বিদেশীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার অধিকার চালু হল !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : দেশজুড়ে লাগু হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ (সিটিজেন অ্যামেডমেন্ট অ্যাক্ট)। এরফলে তিনটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যারা ধর্মীয় হিংসার জেরে দেশ ছেড়ে এদেশে Citizenship Amedment Act (CAA) আশ্রয় নিয়েছেন তাঁরা সকলেই এই দেশের নাগরিক হিসেবে আবেদন করতে পারবেন। ৬টি ধর্মের মানুষ হিন্দু, শিখ, বৌধ, জৈন, পার্সিদের এই নাগরিকত্ব দেওয়া হচ্ছে। গত ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পর্যন্ত যারা এই দেশে আশ্রয় নিয়েছেন তাঁরাই এদেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

আজ সোমবার ১১ই মার্চ ২০২৪ তারিখে সন্ধ্যে ৬টা নাগাদ খবরে জানানো হয় দেশজুড়ে সিএএ আইনের গেজেট নোটিফিকেশান জারি হল। এরফলে এই মুহূর্তের পর থেকে দেশজুড়ে সিএএ আইন পুরোদস্তুর লাগু হয়ে গেল। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সন্ধ্যে নাগাদ অফিশিয়ালি ঘোষণা করে দেওয়া হয়, ইতিমধ্যেই গেজেট নোটিফিকেশান করে দেওয়া হয়েছে।

এরফলে এই তিন দেশ থেকে আগতরা দেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। প্রসঙ্গতঃ পার্লামেন্টের দুই কক্ষ্যে সিএএ আইন পাশ হওয়ার পর গত ২০১৯ সালের ১২ ডিসেম্বর সিএএ আইনে রাষ্ট্রপতির সম্মতি মেলে। এরফলে ২০২০ সালের জানুয়ারি থেকেই আইনটি পুরোদস্তুর পাশ হয়ে যায়। তবে তা চালু করতে ৪ বছর সময় লাগল।

আরও পড়ুন : Citizenship Amedment Act (CAA) : ‘সিএএ-এর পর এনআরসি হবে না তো?’, আশঙ্কার দোলাচলে কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় !

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরে এসে স্পষ্ট করে জানিয়েছিলেন, এবারের লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই দেশজুড়ে সিএএ লাগু হয়ে যাবে। মতুয়া সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও আশ্বাস দিয়েছিলেন শীঘ্রই এই সিএএ লাগু হয়ে যাবে। সেই মতোই আজ থেকে সিএএকে লাগু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই খবর পৌছানোর পরেই ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়ে মতুয়াদের মধ্যে। ঠাকুরবাড়িতেও উচ্ছ্বাসে ভেসে যান মতুয়ারা।

সিএএ লাগু হওয়ায় সব থেকে বেশী প্রভাব পড়বে বাংলায়। এখানকার ৭টি লোকসভা কেন্দ্রে ভোটের নিয়ন্ত্রক মতুয়ারাই। তাই সিএএ লাগু হওয়ায় মতুয়া প্রভাবিত এলাকাগুলিতে ব্যাপক প্রভাব পড়বে বলেই রাজনৈতিক মহলের মত। আগামী সপ্তাহে যেখানে দেশজুড়ে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা প্রবল সেখানে এই মুহূর্তে সিএএ লাগু হওয়ায় বাংলার ভোট ব্যাপক প্রভাবিত হবে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত।

সংবাদ সূত্র – এবিপি আনন্দ

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments