Saturday, July 27, 2024
HomeRecentHaldia job : হলদিয়ার কারখানায় সরকারী নিয়মের বাইরে শ্রমিক নিয়োগ হলেই কড়া...

Haldia job : হলদিয়ার কারখানায় সরকারী নিয়মের বাইরে শ্রমিক নিয়োগ হলেই কড়া ব্যবস্থা !

spot_img
spot_img
- Advertisement -

হলদিয়া : হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে  রাজনৈতিক নেতাদের দাপট কোনওভাবেই বরদাস্ত করা হবে না। মঙ্গলবার হলদিয়ায় দলীয় সভায় এসে এই বার্তাই স্পষ্ট করলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়।

তাঁর বার্তা, হলদিয়ায় শ্রমিক নিয়োগ (Haldia job) হবে কেবলমাত্র সরকারী গাইডলাইন মেনেই। ঋতব্রত জানান, “হলদিয়া সফরে এসে শ্রমিকদের জনসভায় স্বচ্ছ্ব শ্রমিক সংগঠন গড়ে তোলা,  নিয়োগে স্বচ্ছতা আনার কথা দিয়েছিলেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি সাংসদ অভিষেক ব্যানার্জী। বর্তমানে জেলা প্রশাসনের তদারকিতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হচ্ছে” বলে জানিয়েছেন তিনি।

তাঁর দাবী”অনেক নেতাকেই দেখা যায় বিভিন্ন ঠিকাদারের হয়ে বা নিয়োগের সুপারিশ নিয়ে ছুটছেন কারখানায় বা প্রশাসনিক আধিকারীকদের কাছে”। ঋতব্রতর মতে, “আমরা স্পষ্ট বার্তা দিতে চাই হয় ঠিকাদারি করো, নয় দল করো। কারখানায় কোনও শ্রমিক মিয়োগের ক্ষেত্রে সুপারিশ গ্রাহ্য হবে না”।

পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী জানান, ” হলদিয়ার কারখানাগুলিতে চুক্তি ভিত্তিক শ্রমিক নিয়োগের ক্ষেত্রে দূর্নীতির অভিযোগ দীর্ঘ দিনের। সেই কারনেই সরকার নির্ধারিত পোর্টালের মাধ্যমে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক কারখানায় এই বিষয়ে অবগত করা হয়েছে”।

জেলা শাসকের মতে, “প্রথম দফায় প্রায় সাড়ে চারশ’রও বেশী শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ইতিমধ্যে বহু আবেদন আসছে। এরপর নতুন করে কোনও সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি হলে তা হলদিয়া জব পোর্টালে (http://karmasangbad.wblabour.gov.in)-এ আপডেট দেওয়া হবে। এরজন্য চাকরী প্রার্থীদের অবশ্যই অনলাইনে রেজিষ্ট্রেশান করে রাখতে বলা হচ্ছে।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments