NewzBangla Desk : চিকিৎসক উপাধি হারালেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালের চিকিৎসক তরুণীর নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় অবশেষে কড়া পদক্ষেপ নিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। বৃহস্পতিবার এই নিয়ে (RG Kar Case) বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ কাউন্সিল জানিয়ে দিল সন্দীপের রেজিষ্ট্রেশান বাতিল করছে তারা। এখন থেকে নিজের নামের আগে আর ডাক্তার কথাটি লিখতে পারবেন না তিনি।
এই মুহূর্তে আরজি কর হাসপাতালে দুর্নীতি এবং খুন ও ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে এখন সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ। একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে। ইতিমধ্যে তদন্তে নেমে তাঁর বিপুল পরিমানে সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। সেই সঙ্গে আরজিকর কান্ডে সন্দীপের ভূমিকা নিয়ে একের পর এক বিপজ্জনক অভিযোগ উঠে আসছে। এমন আবহেই রাজ্য মেডিক্যাল কাউন্সিল নজিরবিহীন সিদ্ধান্ত নিল সন্দীপের বিরুদ্ধে।
এদিন বিজ্ঞপ্তিতে রাজ্য মেডিক্যাল কাউন্সিল জানিয়েছে, গত ৬ সেপ্টেম্বর সন্দীপকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসের উপযুক্ত জবাব দেননি সন্দীপ। সে কারণে, নথিভুক্ত চিকিৎসকদের রেজিস্টার থেকে তাঁর নাম অপসারণ করা হল।
চিকিৎসক সংগঠন আইএমএ-র রাজ্য শাখার তরফে মঙ্গলবারই মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি পাঠানো হয়েছিল। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি পদে বর্তমানে রয়েছেন তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়। চিঠিতে সুদীপ্তকে অনুরোধ করা হয়েছিল, যাতে ‘ব্যক্তিগত সম্পর্ক’ না দেখে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করা হয়। তাৎপর্যপূর্ণ ভাবে, ওই চিঠিতে সই ছিল তৃণমূলের অন্য এক চিকিৎসক নেতা শান্তনু সেনেরও।
আরও পড়ুন : সন্দীপ ঘোষ একা নয়, আর জি কর-কাণ্ডে গ্রেফতার আরও তিন, এরা কারা ?