Saturday, July 27, 2024
HomeKolkataআজ হাইকোর্টে শুনানি, নন্দীগ্রামে শুভেন্দুর ভোটে জেতা নিয়ে আদালতে গেলেন মমতা !

আজ হাইকোর্টে শুনানি, নন্দীগ্রামে শুভেন্দুর ভোটে জেতা নিয়ে আদালতে গেলেন মমতা !

spot_img
spot_img
- Advertisement -

 

নিউজবাংলা ডেস্ক : নন্দীগ্রামের নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর জয়ী হওয়ার ঘটনা নিয়ে এবার আদালতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম মেনেই ভোটের ফল ঘোষণার দেড় মাসের মাথায় বৃহস্পতিবার তিনি হাইকোর্টে এই মামলাটি দায়ের করেছেন। শুক্রবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে মামলার শুনানি শুরু হচ্ছে বলে জানা গেছে।

প্রসঙ্গতঃ ২রা মে ভোটের ফল ঘোষণার পর প্রথমে প্রকাশ্যে আসে নন্দীগ্রামে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে জানা যায় প্রায় ১৯০০ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেদিন থেকেই নন্দীগ্রামের ভোটের ফলাফল নিয়ে আদালতে যাওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নন্দীগ্রামের নির্বাচন পর্ব নিয়ে আদালতে মমতার তরফে একাধিক অভিযোগ আনা হয়েছে। কেন পুনরায় ভোট গণনা করতে চাওয়া হলেও সে সুযোগ দেওয়া হল না, ভোট চলাকালীন বুথ দখল করা হয়েছে সহ একাধিক অভিযোগ তুলেছেন তিনি। তৃণমূলের প্রবীন সাংসদ সৌগত রায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আইন মেনেই দেড় মাসের মধ্যে অভিযোগ দায়ের করেছেন মমতা।

এদিকে গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অমিত মালব্য ট্যুইট করে লিখেছেন, হেরেও জনগণের রায়কে চ্যালেঞ্জ জানালেন মমতা। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, গণতন্ত্রের রায় মেনে নেওয়া উচিত। মমতা হেরেও মুখ্যমন্ত্রী আর শুভেন্দু জিতেও বিরোধী দলনেতা। এটাই গণতন্ত্রের নিয়ম বলে মনে করিয়ে দেন তিনি।

    মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp  

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments