দাসপুর, পশ্চিম মেদিনীপুর : ২১ জুলাইয়ের সকালে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সিনেমা তলা এলাকায় রাস্তায় দেখা মিলল চাপ চাপ রক্ত। প্রায় ৫০০ ফুট রাস্তা সহ স্থানীয় একটি নির্ণীয়মান বাড়ির মধ্যেও দেখা মিলেছে রহস্যময় রক্তের দাগ। সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এমন ঘটনা দেখেই চক্ষু চড়কগাছ এলাকাবাসীর। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসেছে বিশাল পুলিশ বাহিনী। ছড়িয়ে থাকা চাপ চাপ রক্ত মানুষের কিনা, বা এর আসল উৎস্যই বা কি তা জানতে এলাকাজুড়ে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকালে দেখা যায় ঘাটাল পাঁশকুড়া সড়কের গৌরা সিনেমাতলা থেকে পুরাতন সিনেমা হল পর্যন্ত প্রায় ৫০০ ফুট রাস্তায় ছড়িয়ে রয়েছে চাপ চাপ তাজা রক্ত। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারীক অগ্নিশ্বর চৌধুরী, ওসি অমিত মুখোপাধ্যায়। রক্তের উৎস্য খুঁজতে গিয়ে দেখা যায় স্থানীয় একটি নির্ণীয়মান বাড়ির মধ্যেও ইতিউতি রক্ত ছড়িয়ে রয়েছে।
স্থানীয়দের দাবী, এই রক্ত মানুষের। রাতের অন্ধকারে কাউকে নৃশংস ভাবে খুন করে নিয়ে যাওয়া হয়েছে। তারই রক্ত ছড়িয়েছে গোটা এলাকায়। তাই গোটা ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন হোক। স্থানীয়দের দাবী মতোই পুলিশেরও প্রাথমিক অনুমান, এই রক্তের পেছনে কোনও বড়সড় রহস্য লুকিয়ে থাকতে পারে। তাই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারেই দেখছে পুলিশও। ইতিমধ্যে অজ্ঞাত পরিচয় মৃতদেহের সন্ধানে গোটা এলাকাজুড়ে ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ। কি কারনে এই ঘটনা তা জানতে উদ্গ্রীব স্থানীয়রাও।
মোবাইলে নিউজ আপডেটপেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন, ক্লিক করুন Whatsapp