Saturday, July 27, 2024
HomeKolkataডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি আজ, আদালতের দিকে...

ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি আজ, আদালতের দিকে তাকিয়ে লক্ষাধিক সরকারী কর্মী !

spot_img
spot_img
- Advertisement -

নিউজবাংলা : ন্যাহ্য ডিএ পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের লক্ষাধিক সরকারী কর্মচারী। এমনই দাবী নিয়ে দীর্ঘদিন ধরেই আইনী লড়াই চালিয়ে যাচ্ছে একাধিক রাজ্য সরকারী কর্মী সংগঠনগুলি। আদালত বারেবারেই কর্মচারীদের দাবীকে মান্যতা দিলেও কোষাগারের অবস্থা ভালো নয় জানিয়ে প্রতিবার মুখ ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে আদালতই আশার আলো দেখাতে পারে বলেই মনে করেন কর্মচারী সংগঠনগুলি। এই কারনে ডিএ নিয়ে মঙ্গলবার পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা।

আদালত ইতিমধ্যেই মামলাটি শুনতে রাজি হয়েছে। যদিও সরকারি কর্মীদের বকেয়া DA মামলায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে, সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটেই হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি হবে বুধবার। তার আগেই মঙ্গলবার বকেয়া DA-র দাবিতে, রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করল কর্মচারী সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’।

পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী যে ৩৪ শতাংশ DA-র ফারাক ছিল, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গত ২০ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে। রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানালেও ২২ সেপ্টেম্বর তা খারিজ করে দেয় আদালত।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments