Saturday, July 27, 2024
HomeNational NewsAdhar Update : বিনামূল্যে মাত্র কয়েকটা দিন সুযোগ, আধার কার্ডে তথ্য আপডেট...

Adhar Update : বিনামূল্যে মাত্র কয়েকটা দিন সুযোগ, আধার কার্ডে তথ্য আপডেট না করলে খসবে বিপুল টাকা, বাড়িতে বসেও কিভাবে দ্রুত আধার আপডেট দেখে নিন স্টেপ বাই স্টেপ গাইড !

spot_img
spot_img
- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : হাতে আর মাত্র কয়েকটাদিন, শীঘ্রই শেষ হচ্ছে বিনামূল্যে আধারের তথ্য আপডেট করার সময়সীমা। তারপরেই আধার আপডেট করতে গেলে আপনাকে গুনতে হবে কাঁড়ি কাঁড়ি টাকা। এর আগে আধার-প্যান সংযোগ নিয়ে যারা চরম উদাসীন ছিলেন, বিষয়টিকে যারা এতদিন গুরুত্বই দেননি তাঁরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিনামূল্যে এই সুযোগ হাতছাড়া করে কতটা ঠকেছেন তাঁরা। এখন আধার প্যান সংযোগ করতে ১ হাজার টাকা তো খসছেই সেই সঙ্গে এই কাজটি করতে চরম দুর্ভোগও পোহাতে হচ্ছে অনেককেই। আধার আপডেট না হলে কি দুর্ভোগ অপেক্ষা করছে দেখুন….

মনে রাখবেন, এই মুহূর্তে ভারতীয় নাগরিকদের ন্যূনতম নাগরিক পরিষেবা পেতে গেলে আধার কার্ডের ভূমিকা অপরিসীম (Adhar Update)। আধার কার্ডে সমস্যা দেখা দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেশন কার্ড, প্যান কার্ড সবেতেই ঝামেলার মুখে পড়বেন আপনি। ট্যাক্স ফাইল জমা করতে আধার প্যান সংযোগ বাধ্যতামূলক। এছাড়াও আধার ব্যাঙ্ক সংযোগ না হলে কেন্দ্র ও রাজ্য সরকারের থেকে কোনও প্রকার আর্থিক ভাতা আপনি পাবেন না। গ্যাসের ভর্তুকি থেকে জবকার্ড হোল্ডারের টাকা, লক্ষ্মীর ভান্ডার থেকে আবাস যোজনার টাকা, কিষাণ সম্মান নিধি থেকে কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা সবেতেই আধার ব্যাঙ্ক সংযোগ বাধ্যতামূলক হয়েছে। কেন আধার আপডেট বাধ্যতামূলক জেনে নিন…

এই পরিস্থিতিতে আধার কার্ডে কোনও প্রকার সমস্যা হলে আপনার সাধারণ জীবনে ব্যাপক সমস্যার সম্মুখিন হতে হবে আপনাকে। কেন্দ্রের নিয়ম অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডের তথ্য আপডেট করা বাধ্যতামূলক। এই মর্মে কেন্দ্রের ইলেকট্রনিক্স এন্ড আইটি মন্ত্রকের তরফে গত বছরের ১০ নভেম্বর একটি গেজেট নোটিফিকেশান জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে প্রতিটি ভারতীয় নাগরিকের আধার কার্ড ১০ বছর অন্তর আপডেট করতেই হবে। আধারের তথ্য আপডেট বাধ্যতামূলক না হলেও এই কাজ করতে কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। আধার পোর্টালে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগামী ১৪ জুন (১৪/৬/২০২৩) ২০২৩ পর্যন্ত আধারের তথ্য আপডেট বিনামূল্যে করতে পারবেন। তারপর থেকে এই কাজের জন্যই টাকা খসানোর পাশাপাশি আপনাকে দুর্ভোগও পেতে হতে পারে….

তাই আর দেরী না করে এখনই নিজের ও বাড়ির প্রত্যেক সদস্যের আধারের তথ্য দ্রুত আপডেট করে ফেলুন। আর এই কাজ আপনি বাড়িতে বসেই নিজের মোবাইল থেকেও সেরে নিতে পারবেন। তারজন্য আমরা এই প্রতিবেদনে সমস্ত খুঁটিনাটি পদ্ধতি অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরেছি। কিভাবে বাড়িতে নিজেরাই আধারের তথ্য আপডেট করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ গাইড দেখে নিন….

যে বিষয়গুলি আগে জেনে নেওয়া জরুরি –

  • আধারের তথ্য বাড়িতে বসে আপডেট করতে হলে অবশ্যই আধারের সঙ্গে আপনার মোবাইল সংযোগ থাকতে হবে।
  • আধারের তথ্য আপডেট করতে হবে দুটি বিষয়ে। প্রুফ অফ আইডেনটিটি (POI) অর্থাৎ ফটো আইডেনটিটি আপডেট হবে এবং প্রুফ অফ অ্যাড্রেস (POA) অর্থাৎ ঠিকানা আপডেট করতে হবে।
  • এরজন্য নীচে দেওয়া তালিকা থেকে যে কোনও একটি ফটো আইডেনটিটি ও যে কোনও একটি ঠিকানা আপডেট প্রমাণপত্র আলাদা করে ছবি তুলে বা স্ক্যান করে PNG, JPG বা PDF-এ সেভ করে নিন (PNG ফাইল সব থেকে ভালোভাবে আপডেট হয়)।
  • এরপর নীচে দেওয়া গাইডলাইন (স্ক্রীনশট দেওয়া রইল) অনুযায়ী আধারের তথ্য আপডেট করে ফেলুন।
  • ফটো আইডেনটিটির (POI) দু-তিনটি নাম নীচে দেওয়া রইল। আরও বিস্তারিত তালিকা দেখতে Adhar Photo Identity : ফটো আইডেনটিটি বা প্রুফ অফ আইডেনটিটি (POI) তালিকা এই লিংকে ক্লিক করুন –
    • Driving License
    • Indian Passport
    • Kisan Photograph Passbook
    • PAN Card/e-PAN Card
  • ঠিকানার প্রমাণপত্রের (POA) জন্য বহু অপশন রয়েছে। যার মধ্যে দু-তিনটি নাম নীচে দেওয়া রইল। আরও বিস্তারিত তালিকা দেখতে Adhar Adress Proof : ঠিকানার প্রমাণপত্র বা প্রুফ অফ অ্যাড্রেস (POA) তালিকা এই লিংকে ক্লিক করুন –
  • Indian Passport
  • Ration /PDS Photograph Card/e-Ration Card
  • Voter ID Card/e-Voter ID Card

এবার আধার কার্ড আপডেটের স্টেপ বাই স্টেপ ভালো করে ফলো করুন।

  • প্রথমে আপনাকে এই লিংকে https://myaadhaar.uidai.gov.in/ ক্লিক করতে হবে
  • এরপর লগইন বাটনে ক্লিক করুন
  • এবার যে পেজটি খুলবে সেখানে প্রথমে আধার নম্বর, তারপর স্ক্রীনে দেওয়া Captcha নম্বর লিখুন। এবার সেন্ড ওটিপি বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি ৬ সংখ্যার ওটিপি যাবে সেটি নির্দিষ্ট ঘরে টাইপ করে লগইন বাটনে ক্লিক করুন।
  • এবার যে পেজটি খুলবে তার একেবারে নীচের দিকে Document Update ঘরটিতে ক্লিক করুন
  • এবার যে পেজটি খুলবে সেখানে Next বাটনে ক্লিক করুন
  • আবার একটি পেজ খুলবে এখানেও Next বাটনে ক্লিক করুন
  • এবার ‘I verify that the above details are correct’ ঘরটিতে ক্লিক করার পর Next বাটনে ক্লিক করুন
  • এবার ওপরের তালিকা অনুযায়ী প্রথমে POI এবং তারপর POA ডকুমেন্ট সিলেক্ট করে নিন। (২ MB’র মধ্যে সেভ করা PNG ফাইল হলে ভালো-এরজন্য প্রয়োজনে প্লে স্টোরে গিয়ে JPG to PNG অ্যাপস ডাউনলোড করে নিন) ।
  • এরপর পেজটি স্ক্রল করে নীচের দিকে নেমে I hereby give my consent…… এই অপশনটি সিলেক্ট করুন এবং তারপর Next অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার স্ক্রীনে ভেসে ওঠা স্ক্রীনে Okay বাটনে ক্লিক করুন।
  • এবার Submit বাটনে ক্লিক করুন।
  • সব শেষে আপনার সামনে Download Acknowledgement অপশন আসবে। আপনি আবেদনের স্লিপটিকে ডাউনলোড করে নিন।

আধার কার্ড আপলোডের আরও বিস্তারিত স্ক্রীনশর্ট সহ গাইডলাইন দেখতে আমাদের এই প্রতিবেদনটিতে নজর দিন। Adhar Update : সাবধান, এই কাজটি না করলে শীঘ্রই বাতিল হতে পারে আপনার আধার কার্ড, বিনাপয়সায় কাজটি সেরে নিন এখনই !

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments