Sunday, May 19, 2024
HomeKajer KhaborTET Result : প্রকাশিত হল ২০২২ টেট পরীক্ষার ফল, পাশের হার ২৪.৩১%,...

TET Result : প্রকাশিত হল ২০২২ টেট পরীক্ষার ফল, পাশের হার ২৪.৩১%, প্রথম স্থানে বর্ধমানের ইনা !

- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : প্রকাশিত হল ২০২২ টেট পরীক্ষার ফলাফল। এবারের পরীক্ষায় সব মিলিয়ে প্রায় ২৪.৩১ শতাংশ ছাত্রছাত্রী এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, এবার সব মিলিয়ে ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

এদের মধ্যে প্রথম স্থান দখল করেছেন বর্ধমানের ইনা সিংহ। দ্বিতীয় স্থানাধীকারী ৫ জনের মধ্যেও ৪ জনই মহিলা প্রার্থী রয়েছেন বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে। পর্ষদ জানিয়েছে, এবার পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করিয়েছিলেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন।

যার মধ্যে পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর ২৪.৩১ শতাংশ। দেড় লক্ষের কিছু বেশি টেট ২০২২ উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ৬৯ হাজার ৪০৮ জন মহিলা পরীক্ষার্থী। ৮১ হাজার ৭৭ জন পুরুষ পরীক্ষার্থী। ৬ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী। পর্ষদ জানিয়েছে, যে সমস্ত প্রার্থীরা এবার পরীক্ষা দিয়েছিলেন তাঁদের প্রত্যেকেরই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যে কোনও প্রার্থী নিজের ফলাফল জানতে পারবেন ওয়েবসাইটে গিয়ে।

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments