Saturday, July 27, 2024
HomeKolkataবকেয়া মেটানোর আশ্বাস কেন্দ্রের, ১০০ দিনের কাজে জট কাটার সম্ভাবনা !

বকেয়া মেটানোর আশ্বাস কেন্দ্রের, ১০০ দিনের কাজে জট কাটার সম্ভাবনা !

spot_img
spot_img
- Advertisement -

নিউজবাংলা : ৬ হাজার ৭৫৭ কোটি টাকা বকেয়া। ১০০ দিনের কাজে বাংলার এই ন্যায্য পাওনা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে মোদি সরকার। অবশেষে সোমবার শেষ হল অপেক্ষা। কেন্দ্র ও রাজ্যের গ্রামোন্নয়নমন্ত্রী মুখোমুখি বসতেই বেরল সমাধান সূত্র। বাংলার দাবি মেনে শীঘ্রই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারও বৈঠক শেষে সন্তোষপ্রকাশ করেছেন। জানিয়েছেন, ‘রাজ্যের প্রাপ্য আটকে রাখার ব্যাপারে কেন্দ্রের যা যা প্রশ্ন ছিল, সেগুলির নিষ্পত্তি হয়েছে। এখন আর টাকা পেতে সমস্যা হবে না। সেই আশ্বাস পেয়েছি।‘ একইসঙ্গে এদিনই পঞ্চদশ অর্থ কমিশনের রাজস্ব ঘাটতি অনুদান বাবদ রাজ্যকে ১১৩২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়েছে কেন্দ্র৷

১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্ররাজ্য সংঘাত আজকের নয়। পশ্চিমবঙ্গ সরকারের দাবি, রাজ্যে মোট জব কার্ডের সংখ্যা ১ কোটি ৪৩ লক্ষ। এর মধ্যে ১ কোটি ৪ লক্ষই কার্যকরী, একটিও ভুয়ো নয়। প্রকল্প ভালোভাবে চলেছে। সাধারণভাবে কাজ করার ১৫ দিনের মধ্যে সরাসরি শ্রমিকের ব্যাঙ্ক আকাউন্টে টাকা পাঠানো দস্তুর। অথচ সেই নিয়ম ভেঙে গত প্রায় ১৪ মাস ধরে মোদি সরকার সেই পাওনা আটকে রেখেছে।

উল্টোদিকে কেন্দ্র অভিযোগ তোলে, ভুয়ো লোককে কাজ দেওয়া হয়েছে। এই নিয়েই চরমে ওঠে টানাপোড়েন। অবশেষে এদিনের বৈঠকে সেই ভুল বোঝাবুঝি মিটেছে বলে জানিয়েছেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। মন্ত্রিসভার সদস্য হিসেবে প্রথম দিল্লি সফরেই পেলেন সাফল্য।

এদিনের বৈঠকে প্রদীপবাবু ছাড়াও হাজির ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন সচিব উল্লানাথন, অতিরিক্ত সচিব দীপাঞ্জন ভট্টাচার্য এবং এমজিনারেগা’র রাজ্য কমিশনার পার্থ ঘোষ। বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, আলোচনা অত্যন্ত আন্তরিক হয়েছে।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments