Friday, April 19, 2024
HomeKolkataআইনজীবির জোরাল সওয়াল, তারপরেও জেলেই গেলেন মানিক !

আইনজীবির জোরাল সওয়াল, তারপরেও জেলেই গেলেন মানিক !

spot_imgspot_img
spot_imgspot_img

নিউজবাংলা : আবারও জেলেই ফিরলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার মানিককে ইডির বিশেষ আদালতে হাজির করানো হয়েছিল। সেখানে জামিনের জন্য জোরাল সওয়াল করেন মানিকের আইনজীবি। কিন্তু সব পক্ষ্যের বক্তব্য শুনে মানিককে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতেই পাঠালেন ইডির বিশেষ আদালতের বিচারক।

আদালতে মানিকের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বলেন, ‘‘নিয়োগ দুর্নীতি নিয়ে যে তদন্ত করছে সিবিআই, তাতে চার্জশিট বা এফআইআরে মানিকের নাম নেই। তা হলে ইডি কেন তৎপর? মানিককে নিয়ে ইডি যে তদন্ত করছে, তার এক্তিয়ার এখনও নেই। এটা বেআইনি।’’

কিন্তু বৃহস্পতিবার আদালতে মানিক সম্পর্কে চাঞ্চল্যকর দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির তরফে দাবি করা হয়েছে যে, মানিকের জামাই ও ভাইয়ের অ্যাকাউন্টেও টাকার লেনদেন হয়েছে। পাশাপাশি টাকা জমা পড়েছে আরও অনেকের অ্যাকাউন্টে। সেই সঙ্গে মানিক-পুত্র শৌভিকের যে সংস্থা রয়েছে, তার নথিপত্র দেখভাল করতেন প্রাক্তন পর্ষদ সভাপতি, এমন দাবিও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আদালতে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি দাবি করেছেন, ‘‘বিভিন্ন মনীষী যেমন নেতাজি, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেবের নামে ডিএলএড কলেজ রয়েছে। সেই কলেজ থেকেও অফলাইনে ভর্তির জন্য ৫ হাজার করে টাকা নেওয়া হয়েছে। মনীষীদের নামাঙ্কিত কলেজে ভর্তির নামে টাকা তোলা খুব দুর্ভাগ্যজনক।’’ দাবি করা হয়েছে, ওই কলেজগুলির কেউ কেউ ৩৫ হাজার টাকা দিয়েছে, আবার কোনও কোনও কলেজ ৭০ হাজার টাকা দিয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এ-ও দাবি করা হয়েছে যে, ২০১৪ সালে টেট অনুত্তীর্ণ ৩২৫ জনকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, পরীক্ষায় পাশ করানো হবে এবং চাকরি দেওয়া হবে। তাঁদের চিহ্নিত করে তদন্ত শুরু করা হয়েছে।

spot_imgspot_img
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments