নিউজবাংলা : সোমবার সকালে হাওড়ার বেলুড় ট্রাফিক ফাঁড়ি থেকে উদ্ধার হল এক কনস্টেবলের মৃতদেহ। মৃত ব্যক্তির নাম সনাতন ঘোষ (৫৬)। এদিন ফাঁড়িতে সংস্কারের কাজ করতে এসে শ্রমিকরা দেখতে পায় গেটটি ভেতর থেকে বন্ধ করা। অনেক ডাকাডাকিতেও কোনও সাড়া না পেয়ে তাঁরা পুলিশে খবর দেয়।
ঘটনার খবর পেয়েই বেলুড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই কনস্টেবলকে তাঁর ঘরের মধ্যে মৃত অবস্থায় উদ্ধার করে। পুলিশের অনুমান, গভীর রাতেই ওই কনস্টেবলের মৃত্যু হয়েছে। যদিও স্থানীয়দের প্রশ্ন, একজন পুলিশ কর্মী ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকলেও কারও নজরে আসেনি। সময় মতো তাঁকে হাসপাতালে নিয়ে গেলে প্রাণে হয়তো বাঁচানো যেতে পারত।
পুলিশ জানিয়েছে, মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে। তবে ডিসি(নর্থ) অনুপম সিং জানিয়েছেন, মৃত ট্রাফিক হেড কনস্টেবল হৃদরোগী ছিলেন। আগে দুবার হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। সম্ভবত হৃদরোগেই তার মৃত্যু হয়েছে।