নিউজবাংলা ডেস্ক : বিহারের বেগুসরাই থেকে উড়ান ধরার সময় কপ্টার বিভ্রাটের মুখে পড়েন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অল্পের জোরে রক্ষা পেয়েছেন তিনি। সোমবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে (Amit Shah Chopper) দিনভর এমনই চর্চা শুরু হয় সর্বত্র। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। শেষ পর্যন্ত ঘটনাটি নজরে আসতেই নড়েচড়ে বসে কেন্দ্র। এরপরেই ঘটনাটি নিয়ে কেন্দ্রের তরফে বিবৃতি জারি করা হয়েছে।
এদিন বিহারের বেগুসরাইতে একটি নির্বাচনী জনসভায় অংশ নেন অমিত শাহ। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বেছে নেওয়ার অর্থা বিহারে জাতপাতের রাজনীতির অবসান। মেধার ভিত্তিতে এবার বিহারে রাজনীতিত হবে।’ ইন্ডিয়া জোটের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘যদি ইন্ডি জোট যেতেও, কে হবেন তাদের প্রধানমন্ত্রী? লালুপ্রসাদ যাদবকে কি প্রধানমন্ত্রী করতে পারবে ওরা? স্ট্যালিন বা মমতা বন্দ্যোপাধ্যায় কি দেশ সামলাকে পারবেন? আর রাহুল বাবা? তাঁর সম্পর্কে কখনও ভেবেছেন আপনারা?’
অমিত শাহের সংযোজন, ‘গোটা দেশকে, বিহার এবং মিথিলাচলকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে চান নরেন্দ্র মোদী। লালু যাদব আপনাদের লণ্ঠনের আমলেই ফেলে রেখে দিতে চান। একমাত্র নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রীই আপনাদের লণ্ঠনের যুগ থেকে বের করে LED আলোর যুগে নিতে যেতে সক্ষম।’ তবে অমিত শাহের কপ্টার নিয়ে যে ভিডিওটি ছড়িয়েছে তা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে কেন্দ্র।
কেন্দ্রের বিবৃতিতে স্পষ্ট করা হয়, ‘একাধিক চ্যানেলে দেখানো হয়েছে, মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপার বিহারের বেগুসরাই থেকে ওড়ার সময় ঝোড়ো হাওয়ার মাঝে নিয়ন্ত্রণের সমস্যা পড়ে। এই খবর ভুয়ো। এমন কোনও ঘটনা এদিন ঘটেনি।’
যে ভিডিওটি নিয়ে এত শোরগোল দেখে নিন সেই ভাইরাল ভিডিওটি –
- তথ্যসূত্র – এইসময় ডিজিটাল