Thursday, May 16, 2024
HomeNational NewsBappi Lahiri : নক্ষত্র পতন, মুম্বাইয়ের হাসপাতালে প্রয়াত সঙ্গীতের গোল্ড ম্যান...

Bappi Lahiri : নক্ষত্র পতন, মুম্বাইয়ের হাসপাতালে প্রয়াত সঙ্গীতের গোল্ড ম্যান বাপ্পি লাহিড়ি !

- Advertisement -

 

নিউজবাংলা ডেস্ক :  একে একে সঙ্গীতের জগতে নক্ষত্রপতন। মঙ্গলবার আমারা হারিয়েছি বাংলা সঙ্গীতের অমরকন্ঠী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বুধবার সকালে ভেসে এল আরও এক দুঃসংবাদ। মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অমর সঙ্গীতের জাদুকর বাপ্পি লাহিড়ি। গত প্রায় একমাস অসুস্থতার পর আজ তিনি যাত্রা করেছেন অমৃতলোকে।

মৃত্যুকালে বাপ্পিদার বয়স হয়েছিল ৬৯ বছর। ১৯৫২ সালের ২৭ নভেম্বর এরাজ্যের শিলিগুড়িতে জন্মগ্রহন করেন তিনি। খুব ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি অনুরাগ জন্মে তাঁর। মাত্র ৩ বছর বয়সে তবলায় হাতেখড়ি, তারপর নিজের অদম্য প্রয়াসে পাহাড়প্রমান সফলতার চূড়ায় পৌঁছে ছিলেন বাপ্পি দা।

১৯৭২ সালে ১৯ বছর বয়সে মুম্বাইয়ে পাড়ি জমান তিনি। সেবছরই প্রথম বলিউডের সিনেমায় গান করেন। ২০২০ সালে বলিউডের হিট মুভি বাগী ৩ ছবিতে শেষবার গান করেন তিনি। ১৯৮১ সালে ওগো বধূ সুন্দরী ছবিতে গান গেয়ে টলিউডে তাঁর অভিযান শুরু হয়। এরপর একদিকে সফল সুরকার এবং অন্যদিকে তাঁর মিষ্টি গানে মজে যান আপামর ভারতবাসী।

সর্বদা সোনায় মুড়ে থাকা বাপ্পি লাহিড়িকে নিয়ে গবেষণার অন্ত ছিল না। সঙ্গীতের এই জাদুকরকে তাই গোল্ডম্যান নামেও ডাকা হত। বহু নামী দামী গহনার ব্যবসায়ী বাপ্পি দা কে দিয়ে তাঁদের দোকানের প্রচারে মুখিয়ে থাকতেন। তাঁর মিষ্টি ব্যবহার ছিল বডিউডে সর্বজনবিদিত।

বাপ্পিদার পরিবার সূত্রে খবর, গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হন তিনি। পরে নানাবিধ শারীরিক অসুস্থতা ঘিরে ধরে তাঁকে। সম্প্রতি গত একমাস ধরে অসুস্থ অবস্থায় মুম্বাইয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তবে মঙ্গলবার আবারও অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এবার তাঁর আর বাড়ি ফেরা হল না।

এই ডিস্কো কিংয়ের প্রয়ানে চূড়ান্ত ভাবে মুষড়ে পড়েছেন বলিউডের তাবড় শিল্পী মহল। সঙ্গীতের মহান সাম্রাজ্ঞী ঊষা উত্থুপ বাপ্পিদার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, বাপ্পিদার জন্যই তাঁর সব গান উৎসর্গীকৃত। ঊষা উত্থুপ যত গান গেয়েছেন তার অধিকাংশই বাপ্পিদার সুরে গাওয়া। 

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments