Tuesday, May 21, 2024
Homeদক্ষিণবঙ্গএয়ারগান থেকে গুলি করে পথ কুকুরকে খুন, গ্রেফতার অভিযুক্ত !

এয়ারগান থেকে গুলি করে পথ কুকুরকে খুন, গ্রেফতার অভিযুক্ত !

- Advertisement -

নিউজবাংলা : পথ-কুকুরকে এয়ারগান থেকে গুলি ছুড়ে মেরে ফেলার অভিযোগে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বাসিন্দা দিব্যেন্দু ভাওয়াল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) কর্মী বলে জানা গেছে। শুক্রবার ধৃতকে দুর্গাপুর আদালতে তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ডিএসপি টাউনশিপের নিউটন রোড এলাকায়।

এলাকাবাসীর একাংশের অভিযোগ, বিনা প্ররোচনায় ওই ব্যক্তি কুকুরটিকে গুলি করেন। কুকুরটি আর্তনাদ করতে-করতে কিছু দূর গিয়ে মারা যায়। ক্ষোভ ফেটে পড়েন বাসিন্দারা। এক পশুপ্রেমী সংগঠনের তরফে রেশমী আচার্য বলেন, “কুকুর হল আমাদের সবচেয়ে কাছের বন্ধু। এ ভাবে কুকুর হত্যা মেনে নেব না। কঠোর শাস্তি চাই অভিযুক্তের।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “কুকুর, পাখি প্রাণীদের প্রতি অভিযুক্তের ঘৃণা রয়েছে। মাঝেমধ্যেই উনি বন্দুক থেকে গুলি ছোড়েন।” এদিন কুকুরকে মারার অভিযোগে স্থানীয় মহিলাদের একাংশ থানায় লিখিত অভিযোগ জানান।

পুলিশ অভিযুক্তকে বন্দুকটি নিয়ে বি-জ়োন ফাঁড়িতে যেতে বলে। লিখিত অভিযোগ পাওয়ার পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের মা সাবিত্রী সংবাদমাধ্যমের একাংশের কাছে দাবি করেন, “কুকুরটিকে ভয় দেখাতে দিব্যেন্দু গুলি ছুড়েছিল। কুকুরের গায়ে লাগবে, তা আঁচ করা যায়নি।”

সাবিত্রীর দাবি, কুকুরটি বার তিনেক স্কুটির ‘সিট’ ছিঁড়ে দিয়েছে। এ দিন স্কুটির কাছাকাছি আসতেই দিব্যেন্দু গুলি ছোড়ে। তাঁর দাবি, “কুকুরটি অসুস্থ ছিল। ভুল করে ঘটনাটা ঘটে থাকতে পারে।”

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments