নিউজবাংলা ডেস্ক : বুধবার সন্ধ্যে নাগাদ রামনবমীর মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরা শহরে। বিজেপির অভিযোগ, মিছিল লক্ষ করে পাথর ছোঁড়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটে যায়। দু-পক্ষ্যের সংঘর্ষে একাধিক ব্যক্তি জখম হন। ঘটনার প্রতিবাদ জানিয়ে এগরা কলেজ (Ram Nabami Rally) মোড়ে অবরোধ করে বিজেপি। সেই অবরোধ তুলতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। পরে বিক্ষোভকারী ৪ জনকে পুলিশ আটক করে নিয়ে যায়।
এই ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে আসেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। ধৃতদের মুক্তির দাবীতে তিনি এগরা থানায় ছুটে যান। তবে রাতভর থানার গেট বন্ধ রেখে অগ্নিমিত্রাকে থানায় ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে সারারাত থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন অগ্নিমিত্রা সহ বিজেপির কার্যকরতারা। সেই সঙ্গে এগরার ত্রিকোণ পার্কে বেলদা কাঁথি রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো শুরু হয়। পরে সেই বিক্ষোভে যোগ দেন অগ্নিমিত্রাও।
বৃহস্পতিবার সকালেও এই বিক্ষোভ অব্যাহত থাকায় পথ চলতি মানুষ সমস্যায় পড়েন। এরপরেই বেলার দিকে রাস্তা থেকে অবরোধ তুলে নেয় বিজেপি। পরিবর্তে থানার সামনে জড়ো হয়ে বিজেপির কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবীতে আন্দোলন চলতে থাকে। বিজেপি সূত্রে খবর, বুধবার সন্ধ্যে প্রায় ৭টা নাগাদ এগরা শহরে ঘুরছিল রামনবমীর শোভাযাত্রা। মিছিলটি যখন এগরা কলেজ মোড়ে পৌছায় ঠিক সেই সময়ই এই মিছিলকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি শুরু হয়। ইটের ঘায়ে ৪ জন বিজেপি কর্মী গুরুতর জখম হন। সেই সঙ্গে ইটের ঘায়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মারটিতেও আগুন ধরে যায়।
দুই পক্ষ্যের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এরপরেই হামলার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতা কর্মীরা। সেই বিক্ষোভ তুলতে গিয়ে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। সব মিলিয়ে এই ঘটনায় দুই পক্ষ্যের বেশ কয়েকজন জখম হয়ে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
কি ঘটেছিল, দেখুন ভিডিওটি –
অগ্নিমিত্রার অভিযোগ, “রামনবমীর মিছিলে যারা হামলা চালাল তাঁদের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। পরিবর্তে যারা হামলার শিকার হয়েছেন তাঁদেরই আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। আমি রাতেই থানায় এসে পুলিশের সঙ্গে কথা বলতে গেলেও সারারাত থানার গেট বন্ধ রেখে আমাকে ভেতরে যেতে দেওয়া হয়নি। রামনবমীর মিছিলে ইট বৃষ্টির ঘটনায় ৪ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সকালে তাঁদের কলকাতায় পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার না হলে আমাদের আন্দোলন চলবে। সেই সঙ্গে আটক বিজেপি কর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবীতেও থানার সামনে বিক্ষোভ অব্যাহত থাকছে”।