নিউজবাংলা : মালদ্বীপে একটি বাড়ির একতলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৯ ভারতীয় ও এক বাংলাদেশী সহ মোট ১০ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মালদ্বীপের রাজধানী মালেতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। সেই সময় ওই বাড়ির দ্বোতলায় শ্রমিকরা ছিলেন। তবে বেশ কয়েকজনকে এই অগ্নিকান্ডের হাত থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
মালদ্বীপের ভারতীয় দূতাবাসের তরফে ট্যুইটে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর জানানোর পাশাপাশি দুটি ফোন নম্বর শেয়ার করা হয়েছে (+9607361452 ; +9607790701)। একই সঙ্গে গোটা ঘটনায় শোকবার্তা জানানো হয়েছে দূতাবাসের তরফ থেকে। সেই পোস্টে জানানো হয়েছে, ‘মালের মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমরা মর্মাহত। মৃতদের মধ্যে ভারতীয়রাও রয়েছেন। আমরা মালদ্বীপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।’
সূত্রের খবর যে বাড়িটিতে দুর্ঘটনা ঘটেছিল সেখানে গাদাগাদি করে বসবাস করতেন পরিযায়ী শ্রমিকেরা। এই দেশের রাজধানী মালের আড়াই লক্ষ বাসিন্দাদের অর্ধেকই বিদেশি। কর্মসূত্রে এখানে ভারতীয়দের পাশাপাশি ভীড় জমান বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা প্রভৃতি এলাকার শ্রমিকেরা। যার জেরে অনেকটা ঠাসাঠাসি করেই এক একটি ঘরে অনেক বেশী সংখ্যক শ্রমিকদের থাকতে হয়। এদিনের অগ্নিকান্ডে একসঙ্গে এতগুলো মানুষের মৃত্যু মালের এই জীবনচিত্রকে প্রশ্নের মুখে ফেলে দিল।