Sunday, May 19, 2024
Homeদক্ষিণবঙ্গTrain Derailed : ভোররাতে মেছেদার কাছে লাইনচ্যুত মালগাড়ি, বাতিল হাওড়া খড়্গপুর শাখার...

Train Derailed : ভোররাতে মেছেদার কাছে লাইনচ্যুত মালগাড়ি, বাতিল হাওড়া খড়্গপুর শাখার একাধিক লোকাল ট্রেন !

- Advertisement -

মেছেদা, পূর্ব মেদিনীপুর : গভীর রাতে লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ির একটি বগি। মেছেদা থেকে ভোগপুর স্টেশনের মাঝে লাইচ্যুত বগিটিকে বেশ খানিকটা টেনে নিয়ে যায় ইঞ্জিন। যার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইন। এই ঘটনার (Train Derailed) জেরে হাওড়া খড়্গপুর শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে বলে রেলসূত্রে জানানো হয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। রেল সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে যুদ্ধ কালীন তৎপরতায় মেরামতি চলছে। সেই সঙ্গে কোন কারনে এই দুর্ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত্রি প্রায় আড়াইটের পর মেছেদা থেকে ভোগপুরে যাওয়ার পথে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় আপ খড়্গপুর গামী মালগাড়ির একটি বগি। ইঞ্জিনের পর ৩ নম্বর বগিটির ডানদিকের চাকা রেল লাইন থেকে নেমে যায়। সেই অবস্থাতেই ট্রেনটি বেশ খানিকটা রাস্তা এগিয়ে যায়। বেলাইন হওয়া বগির চাকার ধাক্কায় রেল লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে ট্রেনটি নন্দাইগাজন স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে রেলের আধিকারীকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এবং দুর্ঘটনাগ্রস্ত বগিটিকে পুনরায় লাইনে তুলে আনার পর ট্রেনটিকে খড়্গপুরে নিয়ে যাওয়া হয়েছে।

রেল লাইনের পাশাপাশি বসবাসকারী স্থানীয় বাসিন্দা সেক আনসার জানান, “গভীর রাতে আচমকা বিকট শব্দে জেগে উঠি। বাইরে এসে দেখি লাইনচ্যুত কামরাটিকে টেনে নিয়ে যাচ্ছে মালগাড়িটি। প্রচন্ড শব্দে ট্রেনটি এভাবেই চলে গিয়েছে সামনে থেকে। একটি কামরা লাইনের নীচে নেমে গেলেও বাকী কামরাগুলিকে সঙ্গে নিয়ে ট্রেনটি ছুটে যায়। তবে নন্দাইগাজনের কাছে গিয়ে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে।

রেল সূত্রে খবর, এই দুর্ঘটনার জেরে শনিবার হাওড়া খড়্গপুর শাখায় ৬টি আপ ও ৮টি ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া আপ ট্রেনগুলি হল ৩৮৭০৩ ও ৩৮৭০৫ হাওড়া খড়্গপুর লোকাল এবং ৩৮৪০৩, ৩৮৪১১, ৩৮৪০৯ ও ৩৮৪০৫ হাওড়া পাঁশকুড়া লোকাল ট্রেন। এছাড়াও ডাউন লাইনে বাতিল হয়েছে ৩৮৭০৮ ও ৩৮৭০৬ খড়্গপুর হাওড়া লোকাল, ৩৮৩০৬ মেছেদা হাওড়া লোকাল, ৩৮৭১৪  হাওড়া  খড়্গপুর লোকাল এবং ৩৮৪১২, ৩৮৪২২, ৩৮৪১৮ ও ৩৮৪২৬ পাঁশকুড়া হাওড়া লোকাল। রেলসূত্রে খবর, এই মুহূর্তে দক্ষিণপূর্ব শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে মেছেদা থেকে ভোগপুরের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত রেল লাইন বন্ধ রেখে বাকি দুটো লাইন থেকে ধীর গতিতে ট্রেন চালানো হচ্ছে।

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments