নিউজবাংলা ডেস্ক : বৃহস্পতিবার বেলা তখন প্রায় আড়াইটে। হাওড়ার বেলুড় থানায় খবর আসে মহাবীর ট্রেডার্স নামের সংস্থার অফিসে ভয়াবহ ডাকাতি ঘটে গিয়েছে। ধারালো অস্ত্র দেখিয়ে অফিস থেকে লুট করে নিয়ে গেছে নগদ প্রায় ৪০ লক্ষ টাকা। এই নিয়েই শুরু হয়ে যায় শোরগোল। খবর পেয়েই নড়েচড়ে বসে পুলিশ। দিনে দুপুরে এমন ডাকাতির খবর দ্রুত তদন্তে নামে পুলিশের আধিকারীকেরা।
বেলুড় থানার সিনিয়র পুলিশ অফিসাররা ছুটে যান ঘটনাস্থলে। এরপর চলে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। কিন্তু তদন্তে গিয়েই খটকা লাগে পুলিশের। কোথাও যেন একটা খাপছাড়া ভাব। ডাকাতির ঘটনা কিভাবে ঘটল, সেই সময় কে কোথায় কিভাবে ছিল সবটা খুঁটিয়ে জানতে গিয়েই পুলিশের সন্দেহ হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই অফিসেই রয়েছে আসল কালপ্রিট।
এরপরেই পুলিশ এই সংস্থারই হিসাবরক্ষক তুহিন দাস (২২) কে গ্রেফতার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোপন জায়গায় লুকিয়ে রাখা সমস্ত টাকাই উদ্ধার করে পুলিশ। ওই যুবক ছাড়াও আর কেউ এই ষড়যন্ত্রে যুক্ত রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।