Friday, April 19, 2024
Homeদক্ষিণবঙ্গTrain Accident : হলদিয়া যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী ট্রেন, মেশিন...

Train Accident : হলদিয়া যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী ট্রেন, মেশিন ভ্যানে মুখোমুখি ধাক্কা, মৃত এক !

spot_imgspot_img
spot_imgspot_img

মহিষাদল, পূর্ব মেদিনীপুর : হলদিয়া যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল হলদিয়া-হাওড়া যাত্রীবাহী লোকাল ট্রেন। মঙ্গলবার সকাল পৌনে ৯টা নাগাদ ট্রেনটি যখন মহিষাদল রেল স্টেশন ছেড়ে বড়দার দিকে যাচ্ছিল সেই সময় মহিষাদলের চন্ডীপুরের কাছে একটি মেশিন ভ্যানের সঙ্গে ট্রেনটির মুখোমুখি ধাক্কা (Train Accident) লাগে। এই ঘটনায় মেশিন ভ্যানের চালকের মৃত্যু হয়েছে। তবে তাঁর সঙ্গী সামান্য জখম হয়েছে।

তবে ট্রেনের তলায় মেশিন ভ্যানটি আটকে যাওয়ায় দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ট্রেনটিকে চালানো যায়নি। এই ঘটনার জেরে এলাকার মানুষরা ব্যাপক ক্ষুব্ধ হয়ে রয়েছেন। পাশাপাশি বহু অফিসযাত্রী এই ট্রেনে আটকে পড়ায় ক্ষুব্ধ তাঁরাও। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর বহু সময় পেরিয়ে গেলেও মৃতদেহ উদ্ধারে কেউ আসেননি। প্রায় ঘন্টা দুয়েক বাদে গ্যাস কাটার নিয়ে মেশিন ভ্যানটিকে কেটে সরানোর কাজ শুরু হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল তমলুক হলদিয়া রেল লাইন। পৌনে ৯টা নাগাদ ট্রেনটি যখন মহিষাদল ছাড়িয়ে বড়দার দিকে এগোচ্ছিল সেই সময়ই বাবুরহাট থেকে চন্ডীপুরগামী রাস্তায় রেল লাইনের ওপর থেকে পার হচ্ছিল একটি মেশিন ভ্যান। ঘন কুয়াশার জেরে ট্রেনটিকে দেখতে পায়নি মেশিন ভ্যানের চালক। এর জেরে প্রচন্ড গতিতে ট্রেনটি মেশিন ভ্যানকে ধাক্কা মারে। জখম অবস্থায় ছিটকে পড়ে মেশিন ভ্যানের চালক ও তাঁর সঙ্গী। যদিও সঙ্গীর আঘাত গুরুতর নয় বলেই প্রাথমিক ভাবে জানা গেছে।

দেখুন ভিডিওটি-

সেই সঙ্গে মেশিন ভ্যানটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে বেশ খানিকটা টানা হয়ে চলে যায়। এর জেরে দীর্ঘ সময় ধরে ট্রেনটি আটকে পড়ে। ঘটনার অনেক পরে হলদিয়া গামী আসানসোল এক্সপ্রেস ট্রেন পাশের লাইনে এলে সেই ট্রেনে চেপেই যাত্রীরা হলদিয়ার দিকে রওনা দিয়েছে। তবে মেশিন ভ্যানটি কেটে বের না করা পর্যন্ত লোকাল ট্রেনটি চালানো যাবে না বলেই রেল সূত্রে জানা গেছে।

spot_imgspot_img
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments