Tuesday, May 21, 2024
HomeKolkataSummer Holiday : অবশেষে গরমে আগাম স্কুল ছুটিতে শিলমোহর রাজ্যের, কবে থেকে...

Summer Holiday : অবশেষে গরমে আগাম স্কুল ছুটিতে শিলমোহর রাজ্যের, কবে থেকে ছুটি-চলবে কতদিন জেনে নিন !

- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : রাজ্য জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতির মাঝে শিক্ষক সংগঠনগুলির আবেদনে সাড়া দিয়ে অবশেষে রাজ্য জুড়ে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্তে শিলমোহর দিল রাজ্য সরকার। আগামী সোমবার থেকে রাজ্য জুড়ে সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা (Summer Holiday) হয়েছে। ইতিমধ্যে এই মর্মে সরকারী নির্দেশিকা জারি করেছে রাজ্যের শিক্ষা দফতর। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত স্কুল ছুটি থাকছে বলে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে।

তবে রাজ্যের হিল এরিয়া মূলতঃ দার্জিলিং ও কালিম্পংয়ের আবহাওয়া অপেক্ষাকৃত স্বাভাবিক রয়েছে। সেই কারনে এই দুই জেলার স্কুলগুলি আগের মতোই স্বাভাবিক নিয়মে খোলা থাকবে। সরকারী বিজ্ঞপ্তি অনুযায়ী ছাত্রছাত্রীদের পাশাপাশি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও এই সময়ে ছুটি বলবৎ থাকবে। তবে নির্বাচনের কাজে যুক্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কমিশনের নির্দেশমতো প্রয়োজনে হাজির থাকতে বলা হয়েছে।

অন্যদিকে এই অতিরিক্ত ছুটির জেরে ছাত্রছাত্রীদের সিলেবাস সময়ে শেষ করায় সমস্যা হবে বলেও শিক্ষকদের একটা অংশের যুক্তি। সেই কারনেই ছুটির নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, স্কুল খোলার পর প্রয়োজন মতো অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করে পরবর্তী মূল্যায়নের আগে সিলেবাস শেষ করতে হবে। তবে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবেই অতিরিক্ত গরম থেকে বাঁচতে আগাম গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন – কলকাতাজুড়ে তাপপ্রবাহের সতর্কতা আরও ২ থেকে ৩ ডিগ্রী বাড়বে তাপমাত্রা

আবহাওয়া দফতরের খবর, আজ, বৃহস্পতিবার তাপমাত্রা এরকমই থাকবে। শুক্রবার থেকে তাপমাত্রা আরও বাড়তে শুরু করবে। আগামী তিনদিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। এমনকী, দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৭ ডিগ্রি পর্যন্ত বেশি হতে পারে। ফলে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অতি তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি থাকতে পারে রাজ্যের সমগ্র পশ্চিমাঞ্চল সহ বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি ছ’টি জেলায় এই সময় তাপপ্রবাহ চলবে।

স্কুল ছুটির নির্দেশ সম্বলিত অর্ডার কপির প্রতিলিপি-

http://newzbangla.com/wp-content/uploads/2024/04/REGARDING-SUMMER-VAC.pdf

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments